চট্টগ্রামে আইনশৃঙ্খলা অবনতি হয়নি -সিএমপির কমিশনার

মো. শহিদুল ইসলাম,চট্টগ্রাম:চট্টগ্রামে এক সপ্তাহে চারটি খুনের ঘটনাকে বিচ্ছিন্ন ঘটনা হিসেবে মন্তব্য করেছেন সিএমপি কমিশনার মোহা. আব্দুল জলিল মন্ডল। নগরীর আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি হয়নি বলেও তিনি জানান। গত ১৬ মে (শনিবার ) সকালে ব্যাকের নিরাপত্তারক্ষী খুনের ঘটনায় চারজন গ্রেপ্তার নিয়ে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ সিএমপির সদর দপ্তরের আয়োজিত সংবাদ সম্মেলনে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ মক্তব্য করেন। সিএমপি কমিশনার বলেন, দু’একটা বিচ্ছিন্ন ঘটনা ঘটেছে। তার জন্য আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি হয়েছে তা বলা যাবে না। মন্ডল বলেন, নগরীর প্রতিটি ব্যাক্তিকে ঘরের ভেতর নিরাপত্তা দেয়া পুলিশের পক্ষে সম্ভব না। প্রায় ৬০ লক্ষ লোকের বসবাসের এই নগরীর বিভিন্ন এলাকায় উচু ফ্লাইট থেকে বস্ত ঘর রয়েছে। আবার এমন কিছু এলাকায় রয়েছে যার আয়তনের চেয়ে লোক সংখ্যা অনেক বেশি। ঘরের ভেতর ঢুকে ঢুকে নিরাপত্তা দেয়া সম্ভব না। সাংবাদিককে উদ্দেশ্য করে পুলিশ কমিশনার বলেন, ঘরের ভেতর অপরাধ হলে পাশের লোক পুলিশকে অবহিত করে না। কোন গঠনা গঠলেও সাক্ষী দিতে সাহস পাইনা। ‘আপনি যদি আপনার বাসায় বৌকে পিটিয়ে মেরে ফেলেন তাহলে নিরাপত্তা কে দেবে?। তবে পুলিশ যত সম্ভব সাধারণ লোকের নিরাপত্তা নিশ্চিত করতে সব রকম চেষ্ঠা করে থাকেন। ৭ মে বৃহস্পতিবার গভীর রাতে নগরীর মুরাদপুর এলাকায় ইসলাম টাওয়ারের দ্বিতীয় তলায় আল-আরাফাহ্ ইসলামী ব্যাংকে ডাকাতির চেষ্টা ও নিরাপত্তা রক্ষী মো.ইব্রাহিমকে জবাই করে হত্যা কান্ডের বিষয়ে সিএমপি কমিশনার বলেন, এই ঘটনা জড়িত চার জনকে ‘চোর’ হিসেবে অভিহিত করেন তিনি বলেন, তারা ব্যাংকে ঢুকে ভেবেছিল সব টাকা ড্রয়ারের ভেতরে থাকে। ভল্টের ভেতরে যে টাকা থাকে সেটা তাদের ধারণাতে ছিলনা। আগের যারা চুরি করতো এখন তারা পেশা পরিবর্তন করে ডাকাতিতে জড়িয়ে পড়ছে। ডাকাতিতে অভিজ্ঞতা না থাকায় তারা খুরখারাপিতে জড়িয়ে পড়ছে। মুরাদ পুরের আল-আরাফাহ্ ইসলামী ব্যাংকের ঘটনাটি এই ধরণের হতে পারে বলে তিনি জানান। সংবাদ সম্মেলনে পুরিশের উর্ধ্বতণ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এ বিভাগের আরও খবর

Comments are closed.