প্রিন্স মুহাম্মাদ বিন সালমান সৌদি ভিশন ২০৩০ ঘোষনা করেন

মোরশেদ রানা : সৌদিআরব ডেপুটি ক্রাউন প্রিন্স মুহাম্মাদ বিন সালমান গত কাল সোমবার “সৌদিভিশন২০৩০” ঘোষনা দেন, যেখানে আগামী ১৫ বছরের জন্য একটি প্রশস্ত নীতিমালার মাধ্যমে লক্ষ্য নির্ধারন করা হয়েছে।
আগামী ৫ বছরের মধ্যে জাতীয় পরিবর্তন পরিকল্পনা এজেন্ডা হাতে নেয়া হয়েছে যেটা ৪-৬ সপ্তাহের মধ্যেই প্রকাশিত হবে বলে যানাযায়।
এদিকে সৌদি সরকার তাদের এই ভিশন বিভিন্ন প্রচারমাধ্যমে ফলাও করে প্রচার করেছে, ইতিমধ্যে টুইটারে গত বুধবার থেকে এপর্যন্ত তাদের Saudi Vision 2030 এ প্রায় ২৪৪,০০০ ফলোয়ার যুক্ত হয়েছে।

মুলত সৌদিকে কেবলমাত্র তেল-রপ্তানী কেন্দ্রীক অর্থনীতি থেকে সরে এসে অন্যান্য খাতে দক্ষতা ও পুজিকে কাজে লাগিয়ে আর্থ-সামাজিক উন্নয়নের জন্য এই ভিশন নেয়া হয়েছে।
সৌদি অর্থনীতিবিদ ফাদল আল-বোয়াইনিয়ান এর মতে, এই প্রোগ্রাম এর দাবি দাওয়া পূরনের জন্য প্রত্যেক মন্ত্রি পরিষদে অভ্যন্তরে বিভিন্ন পুনর্গঠন প্রক্রিয়া সম্পন্ন করা লাগতে পারে।

সোমবার আল-আরাবিয়া নিউজ-কে দেয়া এক বিশেষ সাক্ষাতকারে সৌদি ডেপুটি ক্রাউন প্রিন্স মুহাম্মাদ বিন সালমান তার প্রস্তাবিত  সৌদি ভিশন ২০৩০ সম্পর্কে  নিম্নে দেওয়া হল – 

১।অতীতে তেলের প্রতি নির্ভরশীলতা সৌদিআরবের অন্যান্য অর্থনৈতিক খাত কে বাধাগ্রস্ত করেছে ।
২।আরামকো কোম্পানির আংশিক আইপিও সৌদি অর্থনীতিকে বিনিয়োগ-চালিত পর্যায়ে নিয়ে আসবে।
৩। কিং সালমান ব্রিজ নির্মিত হলে ইউরোপ ও এশিয়ার সাথে যোগাযোগ ব্যবস্থার ফলে আরো অবকাঠামো/বিনিয়োগ বৃদ্ধি পাবে।
৪।২ট্রিলিয়ন ডলারের রাষ্ট্রীয় অর্থ ভাণ্ডার গঠন করবে।
৫।ঐসমস্ত লোকেরা পর্যটক হিসেবে ভ্রমণ ভিসা পাবে, যাদের সাথে আমাদের ধর্মীয় মূল্যবোধ ও বিশ্বাসের মিল রয়েছে। এছাড়া
৬।’গ্রিনকার্ড’ প্রকল্পের মাধ্যমে সকল দেশের মুসলিমরা এখানে দীর্ঘমেয়াদে থাকার সুযোগ পাবে। যা-
আগামী ৫বছরের মধ্যেই গ্রিনকার্ড প্রকল্প শুরু হবে।
৭।সৌদি নাগরিকদের মধ্যে বেকারত্বের হার ৭% এ নামিয়ে আনা হবে।
৮।এসময় বিশ্বে অস্ত্র কেনার দিক দিয়ে সৌদিআরব এর ৩য় স্থানে থাকার ব্যাপারে প্রশ্ন তুলে, স্থানীয় সমরাস্ত্র কারখানা তৈরির ব্যাপারেও ইঙ্গিত দেন প্রিন্স মুহাম্মাদ বিন সালমান।
এই ছাডা আরো কয়েকটি পরিকল্পনা বাস্তবায়নের আশা প্রকাশ করেন কিংপুত্র প্রিন্স মোহাম্মদ সালমান।
ঘোষনা কৃত প্রস্তাব গুলো বাস্তবায়ন হলে প্রত্যেকেই উপকৃত হবে বলে মনে করেন স্থানীয় প্রবাসী ও সৌদি নাগরিক গণ।

এ বিভাগের আরও খবর

Comments are closed.