আয়ারল্যান্ডে ত্রিদেশীয় সিরিজ খেলবে বাংলাদেশ

খেলাধুলা : বড় আসরে ‘জায়ান্ট-কিলার’খ্যাত আয়ারল্যান্ডের আশা অন্তত পূরণ হতে চলেছে। ২০১৭ সালের মে মাসে দেশটিতে ছয় ম্যাচের ত্রিদেশীয় সিরিজ অনুষ্ঠিত হবে, যাতে আয়ারল্যান্ড ছাড়াও অংশ নেবে বাংলাদেশ ও নিউজিল্যান্ড।

ত্রিদেশীয় সিরিজটিতে বাংলাদেশ ও নিউজিল্যান্ডের স্বার্থও নিহিত। ২০১৭ সালের জুনে ইংল্যান্ডে অনুষ্ঠিত হবে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি। ওই আসরে খেলার আগে কন্ডিশনের সঙ্গে মানিয়ে নিতেই আয়ারল্যান্ডে ত্রিদেশীয় সিরিজ খেলবে টেস্ট খেলুড়ে দুটি দেশ। চ্যাম্পিয়ন্স ট্রফিতে খেলার সুযোগ পাচ্ছে না র্যাংকিংয়ের ১১ নম্বর দল আয়ারল্যান্ড।

ক্রিকেট আয়ারল্যান্ডের প্রধান নির্বাহী ওয়ারেন ডিউট্রম এ নিয়ে বলেন, ‘দুটি বিশ্বকাপের মাঝে ৯-১০টি ওয়ানডে খেলার সুযোগ হয় আমাদের, এখন প্রতি বছর একইসংখ্যক ম্যাচ খেলতে চাই আমরা।’ ২০০৭ বিশ্বকাপে গায়নায় এবং পরের বছর অ্যাবারডিনে ম্যাচ দুটি অনুষ্ঠিত হয়। দুটি ম্যাচেই হেরেছে আইরিশরা। সে টাইগারদের বিপক্ষে সাতটি ওয়ানডে খেলেছে ইউরোপের দেশটি, যার মধ্যে ২০০৭ ও ২০১১ বিশ্বকাপের লড়াই উল্লেখযোগ্য। ২০১০ সালে আয়ারল্যান্ডের মাটিতে দুই দলের ওয়ানডে সিরিজটা ১-১-এ ড্র হয়।

এ বিভাগের আরও খবর

Comments are closed.