মিরসরাইয়ে নিরবিচ্ছিন্ন বিদ্যুতের দাবিতে মানববন্ধন

মিরসরাই প্রতিনিধি  :  মিরসরাইয়ে নিরবিচ্ছিন্ন বিদ্যুতের দাবিতে মানববন্ধন করেছে ভুক্তভোগীরা। বৃহস্পতিবার (২৮ এপ্রিল) সকালে উপজেলার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের বারইয়ারহাট পৌরসদরে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।

বারইয়ারহাট বাজার ব্যবসায়ী উন্নয়ন কমিটির সাধারণ সম্পাদক হেদায়েত উল্ল্যার সভাপতিত্বে ও ব্যবসায়ী এমরান হাসেন শাহীনের সঞ্চালনায় এতে বক্তব্য রাখেন বারইয়ারহাট পৌরসভার মেয়র নিজাম উদ্দিন, হিঙ্গুলী ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি মিজানুর রহমান, বারইয়ারহাট বণিক সমিতির সাধারণ সম্পাদক মহি উদ্দিন পেয়ার, কমফোর্ট হাসপাতাল এন্ড ডায়াগনষ্টিক সেন্টারের চেয়ারম্যান নিজাম উদ্দিন, ছাত্রলীগ নেতা অংকুর চক্রবর্তী, উদ্দীপন ক্লাবের সাধারণ সম্পাদক শাহাদাত হোসেন, জসিম উদ্দিন, সাহাব উদ্দিন প্রমুখ। এসময় আগামী এক সপ্তাহের মধ্যে নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ দেওয়া না হলে আগামীতে বিদ্যুৎ অফিস ঘেরাওসহ কঠোর আন্দোলন গড়ে তোলার হুমকী দেয়া হয়।

মিরসরাই পল্লী বিদ্যুৎ সমিতি-৩ এর ডিজিএম এমাজ উদ্দিন সরদার জানান, চাহিদা অনুযায়ী বিদ্যুৎ পাওয়া যাচ্ছে না তার কারণে কিছু সমস্যা হচ্ছে। লাইনের কাজ শেষ হলে শীঘ্রই তা সমাধান হয়ে যাবে। তবে কত দিন বা কখন তা সঠিক বলতে পারেন নি।

এ বিভাগের আরও খবর

Comments are closed.