কাউন্সিলারগণ আইন জানেনা

গোলাম শরীফ টিটু  :  চট্টগ্রাম সিটি কর্পোরেশনে (চসিক) অনেক কাউন্সিলার সিটি কর্পোরেশনের আইন পড়েননি। কেউ কেউ আইনের কিছু জানেনা। বেশির ভাগ কাউন্সিলারের ধারণা নেই যে, তাদের কর্ম-পরিধি কি? মূলত জন্ম ওয়ারিশ, নাগরিক সনদ, প্রত্যায়নপত্র প্রদান, পার্সপোর্ট, প্রাপ্তিতে সুপারিশ সহ ওয়ার্ডবাসীকে বিভিন্ন সেবা প্রদান করেন। বর্তমানে কাউন্সিলারগণ নালা-নর্দমা ও সড়ক সংস্কারের কাজও তদারক করছেন। পরিচ্ছন্ন কর্মীরাও তাদের অধিনে রয়েছে। সালিশ ভূমি সংক্রান্ত বিরোধ। পারিবারিক বিরোধ মীমংসার পাশাপাশি নানা সামাজিক সমস্যার সমাধানও কাউন্সিলারগণ করছেন। অনেক কাউন্সিলর মনেকরেন, আইনি বিষয়ে সিটি কর্পোরেশনে কাউন্সিলরগন ওর্য়াকশপ জরুরী।

এ বিভাগের আরও খবর

Comments are closed.