চট্টগ্রামে অস্ত্রসহ ডাকাত গ্রেফতার

চট্টগ্রাম অফিস : দশ ট্রাক অস্ত্র মামলার খালাসপ্রাপ্ত আসামি ও আনোয়ারা উপজেলার ভাইস চেয়ারম্যান মরিয়ম বেগমের ছেলে আকতার হোসেনকে বিপুল পরিমাণ অস্ত্রশস্ত্রসহ গ্রেফতার করেছে পুলিশ। সেইসঙ্গে আকতারের তিন সহযোগিকেও গ্রেফতার করা হয়। গ্রেফত‍ার হওয়া চারজন হল, আকতার (২৮) এবং তার সহযোগী সেজান (১৮), আলামিন(৩০) ও আতিকুর রহমান(২৫)।

আজ (১ মে) রোববার ভোর ৪টার দিকে কর্ণফুলী থানার সিইউএফএল ঘাট এলাকা থেকে তাদের গ্রেফতার করে পুলিশ। কর্ণফুলী থানা ওসি রফিকুল ইসলাম গ্রেফতার অভিযানে নেতৃত্ব দিয়েছেন।

কর্ণফুলী থানার ওসি রফিকুল ইসলাম জানান, আকতার বন্দর-সিইউএফএল-কাফকো এলাকার শীর্ষ সন্ত্রাসী। তার বিরুদ্ধে এলাকার অনেক নারীকে ধর্ষণের অভিযোগ আছে। এছাড়া ডাকাতি, চোরাচালানিসহ বিভিন্ন অভিযোগে মামলা আছে। তাদের কাছ থেকে একটি দেশিয় তৈরি বন্দুক, দুই রাউন্ড কার্তুজ, ২টি কিরিচ, ২টি চাপাতি, ১টি চাইনিজ কুড়াল ও ১টি ছোরা উদ্ধার করা হয়েছে। ডাকাতির প্রস্তুতির সময় তাদের গ্রেফতার করা হয়েছে। আজ দুপুরে আদালতে হাজির করা হবে বলে জানান ওসি।

এ বিভাগের আরও খবর

Comments are closed.