চবি শিক্ষার্থী তাপস সরকার হত্যা মামলার চার্জশিট দাখিল

গোলাম সরওয়ার  :  চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) শিক্ষার্থী তাপস সরকার হত্যা মামলায় ২৯ জনের নাম উল্লেখ করে চার্জশিট দাখিল করা হয়েছে। সোমবার বিকেলে চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে এই অভিযোগপত্র দাখিল করে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন।

কোর্ট পুলিশ পরিদর্শক জানান, ২০১৪ সালের ১৪ ডিসেম্বর ছাত্রলীগের দুই পক্ষের সংঘর্ষে নিহত হন সংস্কৃত বিভাগের ১ম বর্ষের শিক্ষার্থী তাপস সরকার। এ ঘটনায় ৩০ জনের নাম উল্লেখ করে হাটহাজারী থানায় একটি মামলা দায়ের করে পুলিশ। পরে অধিকতর তদন্তের জন্য ২০১৫ সালের ২৩ জুলাই মামলাটি পিবিআই এর কাছে হস্তান্তর করা হয়।

অভিযুক্ত সবাই চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগের রাজনীতির সাথে জড়িত বলে জানিয়েছে পুলিশ। এ মামলায় প্রধান অভিযুক্ত আশরাফুজ্জামানসহ ১৪ আসামি পলাতক রয়েছে।

অভিযোগপত্রে গত বছরের বুদ্ধিজীবী দিবসে শহীদ বেদীতে ফুল দিতে গিয়ে বাকবিতণ্ডা থেকে সংঘর্ষ হয় ছাত্রলীগের ‘ভিএক্স’গ্রুপ ও ‘সিএফসি’ গ্রুপের মধ্যে চলা এ সংঘর্ষে গুলিবিব্ধ হয়ে ছাত্রলীগের সিএফসি গ্রুপের কর্মী ও বিশ্ববিদ্যালয় সংস্কৃত বিভাগ প্রথম বর্ষের ছাত্র তাপস সরকার নিহত হওয়ার ঘটনাটি উল্লেখ করা হয়েছে।
এ বিভাগের আরও খবর

Comments are closed.