মিরসরাইয়ে করেরহাটে নয়ন আ’লীগের চেয়ারম্যান পদপ্রার্থী মনোনীত

মিরসরাই প্রতিনিধি : মিরসরাইয়ের করেরহাটে ১৩ পর অনুষ্ঠিতব্য ইউপি নির্বাচনে আওয়ামীলীগের একক চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে দলীয়ভাবে মনোনীত হয়েছেন উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এনায়েত হোসেন নয়ন।

জানা যায়, আসন্ন ইউপি নির্বাচনকে সামনে রেখে উপজেলা আওয়ামী লীগের তত্বাবধানে রবিবার (১ মে) বিকেলে করেরহাট কেএম উচ্চ বিদ্যালয়ে ইউনিয়ন আ’লীগের বর্ধিত সভা ও দলীয় কাউন্সিলরদের ভোটগ্রহন অনুষ্ঠিত হয়। দলীয় মনোনয়ন পেতে মোট ৪ জন প্রার্থী অংশগ্রহণ করলে করেরহাট ইউনিয়ন ও ওয়ার্ড আ’লীগের ১’শ জন সদস্য ব্যালটের মাধ্যমে ভোট দেন। সন্ধ্যায় ভোট গননা শেষে উপজেলা আ’লীগের সাংগঠনিক এনায়েত হোসেন নয়ন ৫৬ ভোট পেয়ে বিজয়ী হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বীরা হলো করেরহাট ইউনিয়ন আ’লীগ সভাপতি সুলতান গিয়াস উদ্দিন জসিম, সাবেক চেয়ারম্যান আবু সালেক কোম্পানী, উপজেলা আ’লীগের ক্রীড়া বিষয়ক সম্পাদক এসএম আবুল হোসেন।

উল্লেখ্য, সীমানা জটিলতা সংক্রান্ত মামলার জালে আটকা পড়ে গত ১৩ বছর ধরে করেরহাট ইউনিয়নে কোন ইউপি নির্বাচন অনুষ্ঠিত হয়নি। অবশেষে সকল প্রতীক্ষার অবসান ঘটিয়ে আগামী ৪ জুন ৬ষ্ঠ ধাপে মিরসরাইয়ের বাকী ৬ ইউনিয়নের সাথে করেরহাট ইউনিয়নেরও নির্বাচন অনুষ্ঠিত করার লক্ষ্যে নির্বাচন কমিশন তফসিল ঘোষণা করলে ভোটাভোটির মাধ্যমে আ’লীগের দলীয় চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে এনায়েত হোসেন নয়ন মনোনীত হন।

এ বিভাগের আরও খবর

Comments are closed.