নগরীর জলসা মার্কেট থেকে চোরাই মোবাইল উদ্ধার , হাতকাটা জাহাঙ্গীরসহ গ্রেফতার – ২

চট্টগ্রাম :    গত ০২ এপ্রিল গোয়েন্দা বিভাগের উপ-পুলিশ কমিশনার জনাব মোঃ মোকতার হোসেন মহোদয়ের নির্দেশনায় এডিসি, ডিবি (উত্তর), জনাব এ.এ.এম হুমায়ুন কবির এর নেতৃত্বে পুলিশ পরিদর্শক কেশব চক্রবর্ত্তী, এসআই মোঃ রাছিব খাঁন, এসআই লিয়াকত আলী, এসআই মনিরুল ইসলাম, এএসআই মোঃ আজহারুল ইসলাম, এএসআই মোঃ হামিদুল ইসলাম ও সঙ্গীয় ফোর্স’সহ গোপন সংবাদের ভিত্তিতে ১৬:৪৫ ঘটিকার সময় বাকলিয়া থানাধীন কালামিয়া বাজার, আব্দুল লতিফ হাটস্থ ওসমানের বাড়িতে অভিযান পরিচালনা করে আসামী ১। উজ্জ্বল@হাত কাটা জাহাঙ্গীর (৩৫) ২। ওসমান গণি@ইয়াবা ওসমান’দ্বয়কে গ্রেফতার করা হয়। তাহাদের স্বীকারোক্তি ও দেখানো মতে প্রথমে ওসমানের ঘরে ও পরবর্তীতে কোতোয়ালী থানাধীন জলসা মার্কেটের HG Mobile Avenue নামক দোকানে অভিযান চালিয়ে নিম্ন লিখিত মালামাল সমূহ উদ্ধার করা হয়।

উদ্ধারকৃত মালামালের তালিকা –
০১। বিভিন্ন ব্রান্ডের চোরাই ল্যাপটপ = ০৮ টি।
০২। বিভিন্ন ব্রান্ডের চোরাই মোবাইল ফোন = ১৫ টি।
০৩। বিভিন্ন ব্রান্ডের চোরাই ট্যাব = ০২ টি।
০৪। চোরাই সিপিইউ = ০১ টি।
০৫। চোরাই এলইডি মনিটর = ০১ টি।

তাছাড়া চুরির কাজে ব্যবহৃত

১। লোহার কোরাবারী = ০১ টি।
২। হেভী রড কার্টার = ০১ টি।
৩। হেকসো ব্লেড = ০১ টি।

গ্রেফতারকৃত আসামী :
১। উজ্জ্বল @ জাহাঙ্গীর @ হাতকাটা জাহাঙ্গীর (৩৫)
২। ওসমান গনি @ ইয়াবা ওসমান (৩৮)।
ক) হাতকাটা জাহাঙ্গীরের বিরুদ্ধে পূর্বের ০৪ (চার) টি মামলা আছে। তন্মধ্যে ০৩ টি অস্ত্র আইনে ও একটি ডাকাতির প্রস্তুতি মামলা।
খ) ওসমান গনির বিরুদ্ধে দঃবিঃ আইনে ০৩ টি মামলা আছে।

 

এ বিভাগের আরও খবর

Comments are closed.