চন্দনাইশে রোকন চেয়ারম্যান সহ ৪ পদে একক প্রার্থী , দু’প্রার্থীর মনোনয়ন বাতিল

সৈয়দ শিবলী ছাদেক কফিল : ২৮ মে অনুষ্ঠেয় ইউনিয়ন পরিষদ নির্বাচনে চন্দনাইশে দাখিলকৃত মনোনয়নপত্রগুলো যাচাই বাছাই ৫ মে শেষ হয়েছে। চেয়ারম্যান পদে সকল মনোনয়ন পত্র (ফরম) বৈধ হলেও সদস্য পদের দুটি ফরম বাতিল হয়। জানা যায়, ৪নং বরকল ইউনিয়নের ৩নং ওয়ার্ডের জসিম উদ্দিনের জাতীয় পরিচয়পত্র জালিয়াতি এবং ৭নং হাশিমপুরের ৭, ৮ ও ৯নং ওয়ার্ডের সংরক্ষিত মহিলা সদস্য পদের প্রার্থী আসমা-উল হোসনার বয়স কম হওয়ায় প্রার্থীতা (মনোনয়নপত্র) বাতিল করা হয়। বর্তমানে ৭টি চেয়ারম্যান পদে ২১টি সংরক্ষিত মহিলা সদস্য পদে ৫১ ও ৬৩টি সাধারণ সদস্য পদে ৩০৭ জন প্রার্থী রয়েছেন।
এদিকে ২নং জোয়ারা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদে আনিস আহমদ চৌধুরী রোকন, একই ইউনিয়নের সদস্য পদে ৩নং ওয়ার্ডে হারুনুর রশিদ ও ৫নং ওয়ার্ডের বদিউল আলম এবং ৫নং বরমা ইউনিয়নের ৪, ৫ ও ৬নং ওয়ার্ডের সংরক্ষিত মহিলা সদস্য পদে মনোয়ারা বেগম একক প্রার্থী বলে জানা গেছে। ফলে তাঁরা বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হতে যাচ্ছেন।

এ বিভাগের আরও খবর

Comments are closed.