বান্দরবানে একই পরিবারের ৫ জন দগ্ধ

বান্দরবান প্রতিনিধি : বান্দরবানের লালব্রীজ এলাকায় তারপিন ঢালার সময় আগুনে একই পরিবারের ৫ জন দগ্ধ হয়েছেন। শুক্রবার রাত ৯টার দিকে এ ঘটনা ঘটে। অগ্নিদগ্ধরা হলেন- আজিজুল (২৯), কামরুন্নাহার (২৬), খতিজা (১৮), জান্নাত আরা (১৫) ও সানজিদা (১১)।

স্থানীয় সূত্র জানায়, রাতে জলন্ত বাতির তেল শেষ হয়ে আসলে তাতে তারপিন ঢালতে যায় আজিজুল। তারপিন ঢালার সময় হঠাৎ করে আগুন বেড়ে গিয়ে তা তার হাতে লাগে। এ সময় আজিজুল বাতিটি ছুড়ে মারলে একই সাথে বসে থাকা কামরুন্নাহার, খতিজা, জান্নাত আরা ও সানজিদার কাপড়ে জলন্ত তারপিন ছিটকে পড়ে। এতে তাদের প্রত্যেকের কাপড়ে আগুন ধরে যায়। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে বান্দরবান সদর হাসপাতালে ভর্তি করে। এর মধ্যে কামরুন্নাহারের শরীরের ৮০ শতাংশ পুড়ে গেছে।

বান্দরবান সদর হাসপাতালের চিকিৎসক ইকবাল বলেন, ‘শতকরা ৩০ শতাংশ পুড়ে গেলে তাদের আমরা হাসপাতালে রাখিনা। কিন্তু এখানে যারা এসেছে তারা অত্যন্ত গরীব। এছাড়া পরিবারের সবাই অগ্নিদগ্ধ। তাই তাদের চট্টগ্রামে না পাঠিয়ে এখানে ভর্তি করেছি। তবে এখানে থাকায় তাদের ঝুঁকি আছে।’

এ বিভাগের আরও খবর

Comments are closed.