নিষেধাজ্ঞা পত্যাহার করলেন বাদশা সালমান

মোরশেদ রানা : অবশেষে প্রত্যাহার করা হল সৌদিআরব বিন-লাদেন কন্সট্রাকশান কোম্পানীর ওপর আরোপিত নিষেধাজ্ঞা। গতকাল বৃহস্পতিবার সৌদিআরব বাদশা ও দুই হারাম শরীফের খাদেম সালমান বিন আব্দুল আজিজ আল সৌদ এক রাজকীয় নির্দেশে এই নিষেধাজ্ঞা এবং কোম্পানীর উচ্চপদস্থ্য কর্মকর্তাদের বিদেশ যাত্রার ওপর করা নিষেধাজ্ঞা তুলে নেয়া হয়।

জানাযায়,যে ৭৭ হাজার প্রবাসীর বেতন বকেয়া রেখে কর্মী ছাঁটাই এবং ১২ হাজার সৌদি নাগরিকের চাকরিচুত্য করার খবর বাদশা সালমান জানার পর তিনি এই আদেশ দিয়ে কোম্পানীকে একটি শেষ সুযোগ দেন। এখন আর নতুন কন্ট্রাক্ট পেতে এবং পূর্বের অসমাপ্ত কাজ ফিরে পেতে কোম্পানীটির আর কোন বাঁধা থাকবে না। ধারনা করা হচ্ছে যে এর মধ্য দিয়ে বাংলাদেশী সহ অন্য যে সকল প্রবাসীরা ফাইনাল এক্সিট নিতে বাধ্য হয়েছিলেন তারা তাদের নিজ নিজ কর্মস্তরে বহাল হতে পারবেন।এবং কোম্পানি দেউলিয়া হতে বেচে যাবে।

বাদশা সালমানের এই উদ্দেগে ফিরে পেতে পারে বাংলাদেশি সহ ৭৭ হাজার প্রবাসীর চাকুরী।

এ বিভাগের আরও খবর

Comments are closed.