মিরসরাইয়ে ষষ্ঠ ধাপের ইউপি নির্বাচনে মনোনয়নপত্র জমা দিয়েছেন ২২২ প্রার্থী

এম আনোয়ার হোসেন, মিরসরাই  :  মিরসরাইয়ের ৭ টি ইউনিয়নে ষষ্ঠ ধাপের ইউনিয়ন পরিষদ নির্বাচনের তফশিল অনুযায়ী আগামী ৪ জুন নির্বাচন অনুষ্ঠিত হবে। মনোনয়নপত্র জমার শেষদিনেই ৭ টি ইউনিয়নে চেয়ারম্যান পদে ১৫, সংরক্ষিত ৪৬ ও সাধারণ সদস্য পদে ১৬১ জন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন। এর আগে গত ৩১ মার্চ অনুষ্ঠিত হয় ৯ টি ইউনিয়নের নির্বাচন। সেবার সবক’টিতে আওয়ামী লীগ মনোনীত প্রার্থীরা জয়লাভ করে।

নির্বাচনে অংশগ্রহণ করতে সোমবার (৯ মে) সকাল থেকে অনেকটা উৎসবমুখর পরিবেশে দলীয় নেতাকর্মীদের সঙ্গে নিয়ে রিটার্নিং অফিসারদের কার্যালয়ে মনোনয়নপত্র জমা দিয়েছেন বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যান ও সদস্য পদপ্রার্থীরা। সকাল ১১ টার দিকে উপজেলা অডিটোরিয়ামে জেলা ও উপজেলা আওয়ামী লীগ নেতৃবৃন্দ আনুষ্ঠানিকভাবে দলের প্রার্থীদের হাতে দলীয় সভানেত্রী শেখ হাসিনা স্বাক্ষরিত মনোনয়ন চিঠি তুলে দেন। অন্যদিকে বিএনপি মনোনীত এবং স্বতন্ত্র প্রার্থীরা অনেকটা চুপিসারে মনোনয়নপত্র জমা দেন রিটার্নিং অফিসার তোফায়েল আহম্মেদ, জসিম উদ্দিন ও হুমায়ুন কবির খাঁনের কাছে।
আওয়ামী লীগের চেয়ারম্যান প্রার্থীরা : করেরহাট ইউনিয়নে আওয়ামী লীগের চেয়ারম্যান প্রার্থী এনায়েত হোসেন নয়ন, ১০ নম্বর মিঠানালা ইউনিয়নে খায়রুল আলম, ১১ নম্বর মঘাদিয়া ইউনিয়নে জাহাঙ্গীর হোসাইন মাষ্টার, ১২ নম্বর খৈয়াছরা ইউনিয়নে জাহেদ ইকবাল চৌধুরী, ১৩ নম্বর মায়ানী ইউনিয়নে কবির আহম্মদ নিজামী, ১৪ নম্বর হাইতকান্দি ইউনিয়নে জাহাঙ্গীর কবির চৌধুরী ও ১৫ নম্বর ওয়াহেদপুর ইউনিয়নে ফজলুল কবির ফিরোজ দলের নেতাকর্মীদের সঙ্গে নিয়ে রিটার্নিং অফিসারদের কার্যালয়ে মনোনয়নপত্র জমা দেন।
বিএনপির চেয়ারম্যান প্রার্থীরা: ১ নম্বর করেরহাট ইউনিয়নে বিএনপি মনোনীত প্রার্থী কামাল উদ্দিন মনোনয়নপত্র সংগ্রহ করতে পারেননি বলে জমাও দেননি। ১০ নম্বর মিঠানালা ইউনিয়নে এডভোকেট সাখাওয়াত হোসেন মানিক, ১১ নম্বর মঘাদিয়া ইউনিয়নে কামরুল আলম, ১২ নম্বর খৈয়াছরা ইউনিয়নে গিয়াস উদ্দিন, ১৩ নম্বর মায়ানী ইউনিয়নে নুর হোসেন, ১৪ নম্বর হাইতকান্দি ইউনিয়নে আবু তাহের মাসুদ, ১৫ নম্বর ওয়াহেদপুর ইউনিয়নে বর্তমান চেয়ারম্যান সালা উদ্দিন সেলিম সোমবার মনোনয়নপত্র জমা দিয়েছেন।
স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী: ১ নম্বর করেরহাট ইউনিয়নে স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দিয়েছেন তাইফ উদ্দিন এবং ১০ নম্বর মিঠানালা ইউনিয়নে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দিয়েছেন শেখ সায়েম।
সংরক্ষিত ওয়ার্ড: সংরক্ষিত ওয়ার্ডে মনোনয়নপত্র জমা দিয়েছেন করেরহাট ইউনিয়নে ৭ জন, মিঠানালা ইউনিয়নে ৬ জন, মঘাদিয়া ইউনিয়নে ৯ জন, খৈয়াছরায় ৬ জন, মায়ানী ইউনিয়নে ৬ জন, ওয়াহেদপুর ইউনিয়নে ৭ জন এবং হাইতকান্দি ইউনিয়নে ৫ জন।
সাধারণ ওয়ার্ড: করেরহাটে ২৭ জন, মিঠানালায় ২৩ জন, মঘাদিয়ায় ২৯ জন, খৈয়াছরায় ২৪ জন, মায়ানীতে ২২ জন, ওয়াহেদপুরে ১৪ জন ও হাইতকান্দিতে ২২ জন প্রার্থী মনোয়নপত্র জমা দিয়েছেন।
উপজেলা নির্বাচন কর্মকর্তা তোফায়েল হোসেন জানান, সোমবার বিকেল পর্যন্ত ১৫ চেয়ারম্যান প্রার্থীসহ ২২২ জন প্রার্থী উৎসবমুখর পরিবেশে মনোনয়পত্র জমা দিয়েছেন।

এ বিভাগের আরও খবর

Comments are closed.