রনির গ্রেফতারে নানাজনের ভিন্নমত

রোমেল রহমান : মহানগর ছাত্রলীগের সাধারণ সম্পাদক নুরুল আজিম রনিকে আটকের পর ছাত্রলীগে তোলপাড় হচ্ছে। ছাত্রলীগ নেতৃবর্গ বলেছেন, চট্টগ্রাম মহানগর ছাত্রলীগের সাধারণ সম্পাদক হয়েও রনি কখনো কোন চাঁদাবাজী, টেন্ডারবাজী, ভূমি দখলসহ কোন অপরাধে জড়িত ছিল না। সন্ত্রাস বা পেশিশক্তির মাধ্যমে কোন মানুষের ক্ষতি করেনি।

রনিকে আটক ও তৎক্ষনিক ২ বছরের জেল দিয়েছে ভ্রামমান আদালত। আমরা রনির মুক্তি দাবী করছি। সাধারণ মানুষ মনে করে রনি মহসিন কলেজ ও চট্টগ্রাম কলেজ শিবির মুক্ত করতে জীবনের ঝুঁকি নিয়েছে। এমনিতেই সে ছিল নিবাপত্তাহীনতায়। আপন মামার চেয়ারম্যান প্রার্থীর নির্বাচনী এলাকায় তাকে যেতে হয়েছিল কিন্তু সেখানে রনি কোন সন্ত্রাস বা অরাজকতা করেনি। রনি একজন সচ্ছ রাজনৈতিক কর্মী এই দাবী করছেন তার দলের পক্ষে বা বিপক্ষের লোকজনও।

এ বিভাগের আরও খবর

Comments are closed.