মিরসরাইয় ইউপি নির্বাচন ১১ জন সদস্য বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত

মিরসরাই প্রতিনিধি :   মিরসরাইয়ে ১১ জন সদস্য বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছে। এদের মধ্যে সাধারন সদস্য ৮ জন ও সংরক্ষিত সদস্য ৩ জন। এরা হচ্ছেন মিঠানালা ইউনিয়নে সংরক্ষিত সদস্য (২) আছমা আক্তার, খইয়াছড়া ইউনিয়নের ৪ নন্বর ওয়ার্ডের সাধারন সদস্য নুরুল আবছার, মায়ানী ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের সাধারন সদস্য নজরুল ইসলাম, হাইতকান্দি ইউনিয়নে ৬ নম্বর ওয়ার্ডের সাধারন সদস্য সালা উদ্দিন, ওয়াহেদপুর ইউনিয়নের সাধারন সদস্য পদে ১ নম্বর ওয়ার্ডে কামাল উদ্দিন, ২ নম্বর ওয়ার্ডে আলা উদ্দিন, ৪ নম্বর ওয়ার্ডে আলমগীর, ৬ নম্বর ওয়ার্ডে আহছান উল্ল্যাহ, ৭ নম্বর ওয়ার্ডে আশরাফ উদ্দিন, সংরক্ষিত ১ নম্বর ওয়ার্ডে বিউটি চৌধুরী ও ৩ নম্বর ওয়ার্ডে হাসিনা আক্তার।

উপজেলা রিটার্নিং কর্মকর্তা জসিম উদ্দিন, তোফায়েল হোসেন ও হুমায়ন কবির খাঁন জানান, আগামী ৪ জুন উপজেলার ৭ টি ইউনিয়নে নির্বাচন অনুষ্ঠিত হবে। মঙ্গলবার (১০ মে) প্রার্থীদের মনোনয়ন জমা দেওয়ার শেষদিন ছিল। প্রার্থীদের মনোনয়ন জমা দেওয়া শেষে ১১ জন প্রার্থীর সাথে কোন প্রতিদ্বন্দ্বী প্রার্থী না থাকায় তারা বিনা প্রতিদ্বন্দ্বীতায় নির্বাচিত হতে যাচ্ছেন।

এ বিভাগের আরও খবর

Comments are closed.