টস জিতে বোলিং নিয়েছে রাইজিং পুনে

সিটিনিউজবিডি :   নিয়ম রক্ষার ম্যাচে দিল্লি ডেয়ারডেভিলসের বিপক্ষে টস জিতে বোলিং নিয়েছে রাইজিং পুনে সুপার জায়ান্টস। আইপিএল থেকে সবার আগেই বিদায় নিশ্চিত হয়ে গেছে মহেন্দ্র সিং ধোনির রাইজিং পুনে সুপার জায়ান্টসের। তবুও নিয়ম রক্ষার লড়াইয়ে আজ মঙ্গলবার মাঠে নামতে হয়েছে ধোনির দলকে। এদিকে পুনের জন্য নিয়ম রক্ষার ম্যাচ হলেও দিল্লি ডেয়ারডেভিলসের জন্য লড়াইটা খুবই গুরুত্বপূর্ণ। কারণ, শেষ চারে যেতে হলে জয়ের কোন বিকল্প জহির খানের দিল্লির সামনে। এদিন টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন মহেন্দ্র সিং ধোনি। আইপিএলে ১২ ম্যাচে ধোনির দলের অর্জন মাত্র ৬ পয়েন্ট। একেবারে তলানীর দলটির নামই হচ্ছে পুনে সুপার জায়ান্টস।

অপরদিকে ১১ ম্যাচে ১২ পয়েন্ট নিয়ে ৬ষ্ঠ স্থানে রয়েছে দিল্লি। আজ জিততে পারলে অন্তত চতুর্থ স্থানে উঠে যাবে জহির খানের দল। সে লক্ষ্যেই ব্যাট হাতে নেমেছে তারা। এদিকে বিদায় নিশ্চিত হলেও আজকের ম্যাচ জিততে মরিয়া ধোনি। পুনে অধিনায়ক বলেন, ”পয়েন্ট টেবিল কী বলছে সেদিকে আমি তাকাতে রাজি নই। প্রতিটি ম্যাচই আমার কাছে সমান গুরুত্বপূর্ণ। তবে বৃষ্টির শঙ্কা রয়েছে। ম্যাচে যার প্রভাব পড়তে পারে। আমরা সংগ্রাম করছি। সুতরাং, ধারাবাহিক হওয়া প্রয়োজন। এখন তো হারানোর কিছু নেই।

সুতরাং, সব উজাড় করে দিয়ে খেলবো আমরা।” রাইজিং পুনে সুপারজায়ান্টস আজিঙ্কা রাহানে, উসমান খাজা, জর্জ বেইলি, সৌরভ তিওয়ারি, ইরফান পাঠান, মহেন্দ্র সিং ধোনি, থিসারা পেরেরা, রবিচন্দ্র অশ্বিন, অ্যাডাম জাম্পা, অশোক দিন্দা, দীপক চাহার। দিল্লি ডেয়ারডেভিলস স্রেয়াশ আয়ার, কুইন্টন ডি কক, করুণ নায়ার, সাঞ্জু স্যামসন, রিশাভ পান্তে, জেপি ডুমিনি, ক্রিস মরিস, নাথান কাউল্টার নেইল, অমিত মিশ্র, জহির খান, মোহাম্মদ শামি ।

এ বিভাগের আরও খবর

Comments are closed.