বাগদাদে তিনটি বোমা হামলায় ৬৩ জন নিহত

সিটিনিউজবিডি  :   ইরাকের রাজধানী বাগদাদে তিনটি বোমা হামলায় অন্তত ৬৩ জন নিহত এবং ১০০ জনের বেশি মানুষ আহত হয়েছে। পরপর কয়েকটি বোমা হামলায় গত এক সপ্তাহে বিপর্যস্ত বাগদাদে মঙ্গলবার আবারও এ হামলা হয় বলে জানিয়েছে পুলিশ ও চিকিৎসাকর্মীরা।

উত্তরাঞ্চলীয় শিয়া প্রধান আল শাব এলাকায় একটি বাজার এলাকায় আত্মঘাতী বোমা হামলায় ৩৮ জন নিহত এবং ৭০ জনের বেশি আহত হয়েছে। শিয়া প্রধান সদর সিটিতে গাড়ি বোমা হামলায় ১৯ জন নিহত হয়েছে এবং ১৭ জন আহত হয়েছে। অন্যদিকে, দক্ষিণাঞ্চলীয় শিয়া-সুন্নি অধ্যুষিত আল রশিদ এলাকায় একটি গাড়ি বোমায় ৬ জন নিহত এবং ২১ জন আহত হয়েছে।

জানা গেছে আল শাব এলাকায় আত্মঘাতী হামলার দায় স্বীকার করেছে ইসলামিক স্টেট। বাগদাদ অপারেশনস কমান্ড এর মুখপাত্র রাষ্ট্রীয় টিভিতে বলেছেন, শিয়া মুসলিম অধ্যুষিত আল শাব এলাকায় হামলাকারী একটি বিস্ফোরক ভর্তি বেল্টের সমন্বয়ে একটি বোমাও পাতে। প্রাথমিক তদন্তে দেখা গেছে হামলাকারী একজন নারী। এর আগে আইএস বাগদাদের ভেতরে-বাইরে গত সপ্তাহে বড় ধরনের হামলা চালানোর দায় স্বীকার করেছে। রয়টার্স ।

এ বিভাগের আরও খবর

Comments are closed.