স্ত্রীকে পতিতালয়ে বিক্রির দায়ে স্বামীর যাবজ্জীবন কারাদণ্ড

সিটিনিউজবিডি :  যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত মেছের আলীকে স্ত্রীকে ভারতের পতিতালয়ে বিক্রির দায়ে । বুধবার লালমনিরহাট জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মিয়া মোহাম্মদ আলী আকবার আজিজীর আদালত এই রায় ঘোষণা করেন। মেছের আলী পলাতাক থাকায় গ্রেফতারের পর থেকে তার এ রায় কার্যকর হবে বলে জানিয়েছে আদালত।

মেছের আলী কুড়িগ্রাম জেলার ফুলবাড়ি উপজেলার অনন্তপুর গ্রামের ইসমাইল হোসেনের ছেলে।

জানা গেছে, জেলার হাতীবান্ধা উপজেলার দোয়ানী গ্রামের বেলাল হোসেনের কন্যা আয়েশা খাতুনের বিয়ে হয় পাশ্ববর্তী কুড়িগ্রাম জেলার ফুলবাড়ি উপজেলার অনন্তপুর গ্রামের ইসমাইল হোসেনের ছেলে মেছের আলীর সাথে। বিয়ের এক বছর না পেরুতে ১৯৯৯ সালের ২৩ জুন স্বামী মেছের আলী স্ত্রী আয়েশাকে ফুলবাড়ি উপজেলার সীমান্ত এলাকা দিয়ে ভারতের শিলিগুড়িতে অবস্থিত একটি পতিতালয়ে বিক্রি করে দেন। সেখানে সাড়ে ৩ বছর থাকার পর আয়েশা কৌশলে বাংলাদেশে তার বাবার বাড়িতে চলে আসেন। এরপর ২০০৫ সালের ৬ এপ্রিল এ ঘটনায় নিজে বাদী হয়ে হাতীবান্ধা থানায় একটি মামলা করেন। এরপর দীর্ঘদিন বিচারকাজ চলার পর আজ বুধবার আদালত মেছের আলীরকে যাবজ্জীবন কারাদণ্ড ও ৫০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরো ৬ মাসের কারাদণ্ডাদেশ প্রদান করেন ।

এ বিভাগের আরও খবর

Comments are closed.