খালেদা জিয়াকে ১৮ জুলাই হাজির হওয়ার নির্দেশ

বিশেষ প্রতিনিধি :  যাত্রাবাড়ীতে বাসে পেট্রোল বোমা মেরে মানুষ হত্যার ঘটনায় করা বিস্ফোরক আইনের মামলায়  প্রধান আসামি বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে  আগামী ১৮ জুলাই তাকে আদালতে হাজির হতে নির্দেশ দেওয়া হয়েছে । একইসঙ্গে মামলাটির আসামী  বিএনপি নেতা সালাউদ্দিন আহমেদসহ ২৭ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন আদালত ।

বুধবার ঢাকা মহানগর দায়রা জজ মো. কামরুল হোসেন মোল্লা এ আদেশ দেন।

পরোয়ানা জারি হওয়া অপর আসামিদের মধ্যে উল্লেখযোগ্য হলেন, খালেদা জিয়ার বিশেষ সহকারী শামসুর রহমান শিমুল বিশ্বাস, প্রেস সচিব মারুফ কামাল খান সোহেল, বিএনপি নেতা বরকত উল্লাহ বুলু, হাবিব উন নবী খান সোহেল, মীর সরাফত আলী সপু, আজিজুল বারী হেলাল, কাইয়্যুম কমিশনার, লতিফ কমিশনার, মীর আবু জাফর শামসুদ্দিন দিদার, যাত্রবাড়ী এলাকার প্রাক্তন এমপি সালাহ উদ্দিন আহমেদ, তার ছেলে তানভীর আহমেদ রবিন, নবী উল্লাহ নবী।

মামলাটিতে খালেদা জিয়া এবং তার উপদেষ্টা অ্যাডভোকেট খন্দকার মাহবুব হোসেনসহ ১১ জন জামিনে আছেন।

এ বিভাগের আরও খবর

Comments are closed.