আদালতের হাজতখানা

জুবায়ের সিদ্দিকী :  চট্টগ্রাম মহানগরীর আদালত ভবনে অবস্থিত হাজতখানায় আসামীদের সকাল থেকে বিকাল পর্যন্ত সরবরাহ করা হয় মোবাইল ফোন। এই মোবাইল সরবরাহ করে স্বয়ং কোর্ট পুলিশ। ব্যারাকের মধ্যে আসামীদের ঘন্টা হিসেবে অবস্থান করে দেওয়া হয়। হাজতখানায় একজনকে দেখা করতে দিতে হয় ৩০০ টাকা। জেলা, মহানগর ও মহিলা হাজতখানা রয়েছে আদালত ভবনে। পুলিশ আসামীদের মাদক সেবন ও স্বামী-স্ত্রীর মিলনেরও সুযোগ করে দেন বলে অভিযোগ রয়েছে। দায়িত্বশীল কোন পুলিশের থাকে না নেইমপ্লেট। এসব অনিয়ম প্রকাশ্যে ঘটলেও পুলিশের উর্দ্ধতন কর্মকর্তারা নির্বিকার।

এ বিভাগের আরও খবর

Comments are closed.