চন্দনাইশে ইউপি নির্বাচন ২৮ মে

সৈয়দ শিবলী ছাদেক কফিল : ২৮ মে অনুষ্ঠেয় দেশের ৫ম দফা ইউপি নির্বাচনে চন্দনাইশ উপজেলার ৯টি ইউনিয়নের মধ্যে ৭টিতে নির্বাচন অনুষ্ঠিত হবে। নির্বাচনে কাঞ্চনাবাদে ৮ জন, বরকলে ৬ জন, বরমাতে ৪ জন, বৈলতলীতে ৩ জন, হাশিমপুরে ৪ জন, ধোপাছড়িতে ৩ জন চেয়ারম্যান প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। জোয়ারা ইউনিয়নে প্রতিদ্বন্দ্বি প্রার্থী না থাকায় আ’লীগের একক প্রার্থী হিসেবে আমিন আহমদ চৌধুরী রোকন বেসরকারিভাবে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন।

কাঞ্চনাবাদ ইউনিয়নে আ’লীগ সমর্থিত মজিবুর রহমান (নৌকা), বিএনপি সমর্থিত মো. সাইফুল করিম (ধানের শীষ), এলডিপি সমর্থিত আনোয়ার হাসান (ছাতা), স্বতন্ত্র যথাক্রমে ওয়াহেদ আহমদ চৌধুরী (অটোরিক্সা), জামাল (টেবিল ফ্যান), মো. আলী (ঘোড়া), মো. মফিজুল আলম (মোটর সাইকেল), বর্তমান চেয়ারম্যান মো. আবদুস শুক্কুর (আনারস) প্রতীক নিয়ে নির্বাচন করলেও তিনি পত্রিকায় বিজ্ঞাপন দিয়ে নির্বাচন থেকে সরে দাড়ান। বরকলে আ’লীগ সমর্থিত প্রার্থী বর্তমান চেয়ারম্যান হাবিবুর রহমান (নৌকা), বিএনপি সমর্থিত এড. আমিনুল হক চৌধুরী (ধানের শীষ), এলডিপি সমর্থিত প্রাক্তন চেয়ারম্যান মোতাহের মিঞা (ছাতা), জাতীয় পার্টি সমর্থিত মো. সোনা মিয়া (লাঙ্গল), স্বতন্ত্র যথাক্রমে আ’লীগ নেতা শওকত হোসেন ফিরোজ (আনারস), বিএনপি নেতা প্রাক্তন মেম্বার মো. নাছির উদ্দিন (চশমা)। বরমাতে আ’লীগ সমর্থিত বর্তমান চেয়ারম্যান নুরুল ইসলাম (নৌকা), এলডিপি সমর্থিত প্রাক্তন চেয়ারম্যান সিরাজ আহমদ (ছাতা), বিএনপি সমর্থিত মো. মোজাম্মেল হক (ধানের শীষ), স্বতন্ত্র প্রার্থী আ’লীগ নেতা জাবেদ মো. গাউস মিল্টন (আনারস)। বৈলতলীতে আ’লীগ সমর্থিত মো. আনোয়ার মোস্তফা চৌধুরী দুলাল (নৌকা), বিএনপি সমর্থিত মো. মফিজ উদ্দিন (ধানের শীষ), এলডিপি সমর্থিত মো. মাহবুবুল আলম (ছাতা)। হাশিমপুরে আ’লীগ সমর্থিত প্রার্থী প্রাক্তন চেয়ারম্যান আলমগীরুল ইসলাম চৌধুরী (নৌকা), বিএনপি সমর্থিত আবদুল মজিদ শাহ (ধানের শীষ), স্বতন্ত্র মো. আব্বাস উদ্দিন (আনারস), এলডিপি সমর্থিত বর্তমান চেয়ারম্যান অধ্যাপক মো. আলী (ছাতা) পত্রিকায় বিজ্ঞাপন দিয়ে নির্বাচন থেকে সরে দাড়ান। ধোপাছড়িতে আ’লীগ সমর্থিত মো. মোরশেদুল আলম (নৌকা), বিএনপি সমর্থিত জে এইচ সেলিম (ধানের শীষ), এলডিপি সমর্থিত বর্তমান চেয়ারম্যান মো. আবু ইউসুফ চৌধুরী (ছাতা) প্রতীক নিয়ে নির্বাচন করছেন। জাতীয় পার্টি থেকে বরকলের সোনা মিঞা ছাড়া অন্য কোন ইউনিয়নে প্রার্থী দেয়নি।

কাঞ্চনাবাদ ইউনিয়নে সংরক্ষিত ৩টি ওয়ার্ডে ৬ জন, সাধারণ ৯টি ওয়ার্ডে ৩৩ জন। জোয়ারাতে সংরক্ষিত ৩টি ওয়ার্ডের মধ্যে ১টিতে একক প্রার্থী হওয়ায় অপর ২টি ওয়ার্ডে ৪ জন, সাধারণ ৯টি ওয়ার্ডের মধ্যে ৪ জন বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হওয়ায় অপর ৫টি ওয়ার্ডে ১১ জন। বরকলে সংরক্ষিত ৩টি ওয়ার্ডে ৮ জন, সাধারণ ৯টি ওয়ার্ডে ৩৬ জন। বরমাতে সংরক্ষিত ৩টি ওয়ার্ডের ২টিতে বিনা প্রদ্বিদ্বন্দ্বিতায় নির্বাচিত হওয়ায় অপর ১টি ওয়ার্ডে ২ জন, সাধারণ ৯টি ওয়ার্ডে ৩৫ জন। বৈলতলীতে সংরক্ষিত ৩টি ওয়ার্ডে ৯ জন, সাধারণ ৯টি ওয়ার্ডে ৪৩ জন। হাশিমপুরে সংরক্ষিত ৩টির মধ্যে ১টিতে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হওয়ায় অপর ২টিতে ৬ জন, সাধারণ ৯টি ওয়ার্ডে ২৮ জন। ধোপাছড়িতে সংরক্ষিত ৩টি ওয়ার্ডে ৭ জন, সাধারণ ৯টি ওয়ার্ডে ১৯ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। ৭টি ইউনিয়নের মধ্যে কাঞ্চনাবাদ, জোয়ারা ইউনিয়নে কৃষি কর্মকর্তা লোকমান হোসেন মজুমদার, বরকল, বরমা, বৈলতলী ইউনিয়নে উপজেলা নির্বাচন কর্মকর্তা (অ. দা.) আবদুল লতিফ শেখ, ধোপাছড়ি ও হাশিমপুর ইউনিয়নে উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. আবু কাউসার রিটার্নিং অফিসার হিসেবে দায়িত্ব পালন করছেন। ২৮ মে অনুষ্ঠেয় নির্বাচনে চন্দনাইশের ৭টি ইউনিয়নে ২৮ মে ৮৯ হাজার ৬শ ৬ জন ভোটার তাদের প্রত্যক্ষ ভোটে ৬ জন চেয়ারম্যান, ২৪ জন সংরক্ষিত মহিলা সদস্য ও ৫৯ জন সাধারণ সদস্য নির্বাচিত করবেন।

এ বিভাগের আরও খবর

Comments are closed.