ট্রেনের ধাক্কায় ছিটকে পড়লো টেম্পু

নিজস্ব প্রতিবেদক : নগরীতে আসার সময় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ডেমু ট্রেনের ধাক্কায় একটি অটোটেম্পূ কয়েক’শ গজ দূরে ছিটকে পডেছে। রোববার দুপুর তিনটায় হাটহাজারীর বড় দিঘীর পাড় এলাকায় এই ঘটনা ঘটেছে। ষোলশহর রেলস্টেশনের একজন কর্মকর্তা জাতকর হোসেন জানিয়েছেন, ডেমু ট্রেনটি ষোলশহর আসার সময় রেল ক্রসিং উপর থাকা টেম্পূটিকে ধাক্কা দেয়, ধাক্কা খেয়ে টেম্পুটি কয়েক’শ গজ দূরে ছিটকে পড়ে। ট্রেনের কোন সমস্যা হয়নি, ট্রেনটি যথা সময়ে ষোলশহর স্টেশনে পৌছেছে বলে জানান তিনি।

এদিকে, চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল সূত্রে জানাগেছে, এই ঘটনায় আহত টেম্পূর চালক ও সহকারী তোতা মিয়া ও মোহাম্মদ ইমরানকে ভর্তি করা হয়েছে।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানাগেছে, টেম্পুটি একটি প্রতিষ্ঠানের পণ্য পরিবহন করছিলো, এটি রেল ক্রসিং এর উপর বিকল হয়ে ছিলো, ডেমু ট্রেন আসতে দেখেও চালক টেম্পুটি রেল লাইন থেকে সরিয়ে নিতে পারেনি।

এ বিভাগের আরও খবর

Comments are closed.