পটিয়ায় অস্ত্র-গুলি উদ্ধারের ঘটনায় দুই মামলা

নিজস্ব প্রতিবেদক : চট্টগ্রামের (ইউপি) নির্বাচনে পটিয়া ইউনিয়ন পরিষদ দেশীয় অস্ত্র এবং কার্তুজ উদ্ধারের ঘটনায় অস্ত্র ও বিস্ফোরক আইনে দুটি মামলা দায়ের করেছে পুলিশ।

পটিয়া থানার এসআই অধির বাবুবলেন, গত শনিবার দুপুরে হাবিলাইশদ্বীপ ইউনিয়নে ভোট কেন্দ্রের সামনে থেকে একটি দেশীয় তৈরী অস্ত্র ও দুই রাউন্ড কার্তুজসহ জুয়েল চৌধুরী নামে এক যুবককে আটক করে বিজিবি সদস্যরা। পরে তাকে পটিয়া থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়। এ ঘটনায় শনিবার গভীর রাতে জুয়েল চৌধুরীকে একমাত্র আসামী করে অস্ত্র ও বিস্ফোরক আইনে দুটি মামলা দায়ের করা হয়েছে।

উল্লেখ্য, শনিবার বেলা ১টার দিকে উপজেলার হাবিলাইশদ্বীপ ইউনিয়নে ভোট কেন্দ্রের সামনে থেকে নৌকা প্রার্থী ফৌজুল কবিরের সমর্থকদের গাড়ি থেকে একটি দেশীয় অস্ত্র এবং দুই রাউন্ড কার্তুজ উদ্ধার করে বিজিবি।এসময় জুয়েল চৌধুরী (৩০) নামে একজনকে আটক করা হয়।

এ বিভাগের আরও খবর

Comments are closed.