মীর কাসেম আলীর মৃত্যু পরোয়ানা কেন্দ্রীয় কারাগারে

সিটিনিউজবিডি  :   ডালিম হোটেলের কসাই মানবতাবিরোধী অপরাধে মৃত্যুদণ্ডপ্রাপ্ত জামায়াতের কর্মপরিষদ সদস্য মীর কাসেম আলীর মৃত্যু পরোয়ানা পৌঁছেছে ঢাকা কেন্দ্রীয় কারাগারে।

এ পরোয়ানার ভিত্তিতে দেশের শীর্ষ এই যুদ্ধাপরাধীর ফাঁসি কার্যকরে পরবর্তী প্রক্রিয়া শুরু করেছে কারা কর্তৃপক্ষ। সোমবার রাত পৌনে আটটার দিকে মৃত্যু পরোয়ানা ও আপিল মামলার পূর্ণাঙ্গ রায় গ্রহণ করেছেন বলে জানান ঢাকা কেন্দ্রীয় কারাগারে সিনিয়র জেল সুপার জাহাঙ্গীর কবির ও জেলার নেসার আলম।

তারা জানান, মীর কাসেম আলী কাশিমপুর কারাগারে আছেন। সেখানে পাঠানো হবে মৃত্যু পরোয়ানা ।

এ বিভাগের আরও খবর

Comments are closed.