শহর রক্ষা বাঁধ

গোলাম সরওয়ার : চট্টগ্রাম শহরকে জলোচ্ছ্বাস থেকে রক্ষায় নির্মিত বাঁধটি এখন নিজের অস্তিত্ব নিয়ে আতঙ্কিত। দীর্ঘদিন ধরে সংস্কারের অভাবে এমনিতে ২১ কিলোমিটার দীর্ঘ বাঁধটির বিভিন্ন পয়েন্টে ঝুকিপুর্ন হয়ে উঠে। এবার রোয়ানুর ধাক্কায় বাঁধের প্রায় এক কিলোমিটার অংশ নতুন করে ক্ষতিগ্রস্ত হয়েছে। এই বাঁধ জরুরী মেরামত না হলে বড় ধরনের বিপর্যয়ের কারন হতে পারে চট্টগ্রাম শহর। হুমকির মুখে পড়তে পারে চট্টগ্রাম বন্দর, ইপিজেড, শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর, পদ্মা, মেঘনা ও যমুনার ডিপো, নৌ-বিমান ও সেনা সদর সহ বিশাল এলাকা।

এ বিভাগের আরও খবর

Comments are closed.