ঢাকায় র‌্যাবের সঙ্গে বন্দুকযুদ্ধে নিহত ১

ঢাকা : র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‍্যাব) সঙ্গে বন্দুকযুদ্ধে একজন নিহত হয়েছেন, যাকে ছিনতাইচেষ্টার অভিযোগে অস্ত্রসহ আটকের পর সঙ্গে নিয়ে অভিযানে বেরিয়েছিল র‌্যাব। র‌্যাব-৩ এর অপারেশন অফিসার আব্দুল করিম বলছেন, বুধবার দিবাগত রাতে কথিত ওই বন্দুকযুদ্ধ হয়।

নিহত কামাল পারভেজের (৪৫) বাসা উত্তরায়। বুধবার বিকালে তালতলা মাঠে এক নারীর ‘গয়না ও টাকা লুট করার সময়’ একটি পিস্তল, একটি রিভলবার ও নয়টি গুলিসহ তাকে আটক করা হয় বলে জানান র‌্যাব কর্মকর্তা । রাতে তাকে নিয়ে বালুর মাঠ এলাকায় অভিযানে গেলে তার সহযোগীরা র‌্যাবের দিকে গুলি ছোড়ে। জবাবে র‌্যাবও পাল্টা গুলি চালায়। এ সময় সহযোগীদের ছোড়া গুলিতে কামাল আহত হয়।

গুলিবিদ্ধ অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক কামালকে মৃত ঘোষণা করেন বলে আব্দুল করিম জানান। তিনি বলেন, কামালের মৃতদেহ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে।

এ বিভাগের আরও খবর

Comments are closed.