বিআরটিএর কর্মকর্তাদের সতর্ক করলেন: পরিবহন মন্ত্রী

ঢাকা : সেবা গ্রহিতাদের সঙ্গে (বিআরটিএর) অনেক কর্মকর্তা অসদাচরণ করেন দাবি করে তাদের সতর্ক করে দিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। শুক্রবার রাজধানীতে বিআরটিএর এক সভা শেষে মন্ত্রী তাদের সংশোধিত হওয়ার পরামর্শ দেন।

একটি কাজ গ্রাহকদের দিতে পারছি না, সময় লাগবে। কিন্তু, অনেকে চামারের মতো ব্যবহার করে গ্রাহকের সাথে। কর্মকর্তাদের উদ্দেশ্যে ওবায়দুল কাদের এসব কথা বলেন। মন্ত্রী বলেন, গ্রাহক হিসেবে অনেক ভদ্রলোক যায়, ভাল ভাল মানুষ যায়। তাদের সাথে খুব খারাপ আচারণ অনেক জায়গায় করা হয়। অনেক অফিসার আছে তাদের আচরণ ভাল নয়, তাদের আচরণ ঠিক করে সংশোধিত হতে হবে। এখানে ভাল মানুষও আছে। তবে বিআরটিএর অনিয়ম ৪০ শতাংশ এখনো নিয়ন্ত্রণে আসেনি।

ঢাকায় বদলির জন্য বিআরটিএ কর্মকর্তাদের তদবিরের চাপ চরমে উঠেছে জানিয়ে ওবায়দুল কাদের বলেন, এ ব্যাপারে আমি কমপ্রোমাইজ করিনি। তবে মানবিক বিষয়গুলো অবশ্যই বিবেচনা করা হবে। বিআরটিএ কর্মকর্তা-কর্মচারীদের মধ্যে একটি দল ঘুরে ফিরে ঢাকা অঞ্চলে বদলি নিয়ে থাকে। এসব কর্মকর্তাদের বদলি করে মফস্বল থেকে সৎ কর্মকর্তাদের নিয়ে আসতে হবে।

এ বিভাগের আরও খবর

Comments are closed.