রাজধানীতে মেডিকেল শিক্ষার্থী-পুলিশ সংঘর্ষ

ঢাকা : রাজধানীর আশুলিয়ায় নাইটিংগেল মেডিকেল কলেজে টানা ৩৬ ঘণ্টা আন্দোলনরত শিক্ষার্থী ও পুলিশের মধ্যে ব্যাপক সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ সময় পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ ফাঁকা গুলি টিয়ারসেল নিক্ষেপ করে। এ ঘটনায় শিক্ষার্থী ও আশুলিয়ার থানার ওসিসহ আহত হয় অন্তত ৩০ জন।

আজ (১৪ জুন) বুধবার ভোরে আশুলিয়ার পূর্ব জামগড়ায় নাইটিংগেল মেডিকেল কলেজে এ সংঘর্ষের ঘটনা ঘটে।

ঢাকা জেলার সহকারী পুলিশ সুপার নাজমুল হাসান ফিরোজ জানান, গত সোমবার স্বাস্থ্যমন্ত্রী মেডিকেল কলেজের নীতিমালা ভঙ্গের দায়ে দুইটি মেডিকেল কলেজসহ নাইটিংগেল মেডিকেল কলেজ সাময়িক বন্ধের নির্দেশ দেন। খবর জানার পর থেকে নাইটিংগেল মেডিকেল কলেজের বিক্ষুদ্ধ শিক্ষার্থীরা কলেজের ২ ব্যক্তিকে অবরুদ্ধ করে রাখে। প্রথম দিনেই পুলিশ ঘটনাস্থলে গিয়ে শিক্ষার্থীদের শান্ত করতে ব্যর্থ হয়ে ক্যাম্পাসের বাহিরে অবস্থান নেয়। পরে মঙ্গলবার ভোরে পুলিশ অবরুদ্ধ ব্যক্তিদের ছেড়ে দিতে অনুরোধ করলে এ সংঘর্ষের ঘটনা ঘটে। এ সময় পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে পুলিশ ফাঁকা গুলি টিয়ারসেল নিক্ষেপ করে।

অপরদিকে, শিক্ষার্থীরাও পুলিশের ওপর ইট-পাটকেল নিক্ষেপ করে। এতে শিক্ষার্থী ও আশুলিয়া থানার ওসিসহ উভয়পক্ষের অন্তত ৩০ জন আহত হয়। তবে অবরুদ্ধ ব্যক্তিদের উদ্ধার করেছে পুলিশ। সকাল থেকেই ক্যাম্পাস ছেড়ে যেতে দেখা গেছে শিক্ষর্থীদের।

এ বিভাগের আরও খবর

Comments are closed.