পুলিশ দম্পতি হত্যা, দায় স্বীকার আইএসের

আন্তর্জাতিক : ফান্সের রাজধানী প্যারিসের একটি বাড়িতে ছুরিকাঘাতে এক পুলিশ দম্পতিকে হত্যা করা করা হয়েছে। নিহত ওই দম্পতি হলেন পুলিশ কমান্ডার জঁ-বাপ্তিস্ত (৪০) ও তার স্ত্রী পুলিশ সদস্য জেসিকা (৩৪)। এ সময় হত্যাকাণ্ডের দৃশ্য ধারণ করা হয়। সোমবার স্থানীয় সময় সন্ধ্যায় এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটে বলে মঙ্গলবার (১৪ জুন) আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলোর খবরে বলা হয়। পরে হত্যাকাণ্ডের দৃশ্য ফেসবুকে আপ করা হলে এ নিয়ে ব্যাপক তোলপাড় শুরু হয়েছে।

২৫ বছর বয়সী ফরাসি ল্যারোসি আব্বাল্লাহ নামে এক তরুণ এই হত্যাকাণ্ড ঘটিয়েছে বলে খবরে বলা হয়। তবে এই দম্পতি হত্যার পর দায় স্বীকার করেছে আন্তর্জাতিক জঙ্গি সংগঠন ইসলামিক স্টেট (আইএস)।

এদিকে, দেশটির প্রেসিডেন্ট ফ্রাঁসোয়া ওলাঁদ এই ঘটনাকে জঘন্য সন্ত্রাসী কর্মকাণ্ড বলে আখ্যায়িত করেছেন।

এ বিভাগের আরও খবর

Comments are closed.