সেলফি তুলতে ২১ মেগা পিক্সেল ক্যামেরা

তথ্য ও প্রযুক্তি : সেলফি এখন জনপ্রিয়তার তুঙ্গে। যে কোন অনুষ্টানে নিজেকে সবার সামনে হাজির করাতে সেলফির কোন তুলনা হয় না। সামাজিক যোগাযোগ মাধ্যমে নিজের ছবি তৎক্ষণাত তুলে শেয়ার করতে ভালো সেলফি ফোনের বিকল্প নেই। চীনের ফোন নির্মাতা প্রতিষ্ঠান মেইতু উন্নত মানের সেলফি ক্যামেরা সমৃদ্ধ একটি স্মার্টফোন উন্মুক্ত করেছে। ফোনটির মডেল মেইতু এম৬। ফোনটিতে রয়েছে ২১ মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা।

ফোনটির রিয়ারেও ২১ মেগাপিক্সেলের ক্যামেরা রয়েছে। ৫ ইঞ্চির অ্যামোলিড ডিসপ্লের ফোনটির রেজ্যুলিশন ১০৮০x১৯২০ পিক্সেলস। এতে হাইফাই অডিও ডিভাইস ও ফিঙ্গারপ্রিন্ট সেন্সর রয়েছে। মিডিয়াটেক হেলিও পি১০ চিপসেট, ২ গিগাহার্জের অক্টাকোর প্রসেসর, মালি টি৮৬০ জিপিইউ, ৩ জিবি র‌্যাম এবং ৬৪ জিবি বিল্ট ইন মেমোরি রয়েছে।

২ হাজার ৯০০ মিলি অ্যাম্পিয়ার আওয়ারের ব্যাটারি ব্যবহার করা হয়েছে ফোনটিতে। ফোনটির মূল্য ৪৫৭ ডলার। ভ্যাট এবং ট্যাক্সবাদে বাংলাদেশি টাকায় ৩৬ হাজার ৯৯ টাকা।

এ বিভাগের আরও খবর

Comments are closed.