নিরাপরাধ ব্যক্তিকে গ্রেফতার করা যাবে না‍

নিজস্ব প্রতিবেদক : চলমান জঙ্গিবিরোধী বিশেষ অভিযানে নিরাপরাধ কাউকে গ্রেফতার করা হলে সংশ্লিষ্ট পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে বলে জানিয়েছেন চট্টগ্রামের পুলিশ সুপার একেএম হাফিজ আক্তার। বুধবার জেলা পুলিশের মাসিক অপরাধ পর্যালোচনা সভায় পুলিশ সুপার এ হুঁশিয়ারি উচ্চারণ করেছেন।

বিশেষ অভিযান সতর্কভাবে চালানোর নির্দেশ দিয়ে এসপি বলেন, সন্ত্রাসী-নাশকতাকারী, জঙ্গিদের বিরুদ্ধে অভিযান চলবে। তবে অভিযানের নামে নিরাপরাধ কাউকে গ্রেফতার করা যাবে না। যদি নিরাপরাধ কাউকে গ্রেফতারের প্রমাণ আমি পাই তাহলে সংশ্লিষ্ট অফিসারের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেব।

পুলিশ সুপার রমজানে চাঁদাবাজ ও ছিনতাইকারীদের বিরুদ্ধে সক্রিয় প্রতিরোধ গড়ার আহ্বান ‍জানিয়ে বলেন, চাঁদাবাজি চলবে না। কেউ ছিনতাই কিংবা চাঁদাবাজির শিকার হলে তাৎক্ষণিকভাবে পুলিশকে জানাতে বলুন। পুলিশকে গোয়েন্দা নজরদারি বাড়াতে হবে। কোনভাবেই চাঁদাবাজি-ছিনতাই বরদাশত করা হবে না। জেলায় বাস টার্মিনাল, রেলস্টেশন, বিপনী বিতান, বাজারসহ যেসব স্থানে জনসমাগম বেশি হয় সেখানে সার্বক্ষণিক পুলিশ মোতায়েনের নির্দেশ দেন পুলিশ সুপার।

সভায় অতিরিক্ত পুলিশ সুপার (সদর) মো. হাবিবুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার (উত্তর)মোহাম্মদ মোস্তাফিজুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপর (ডিএসবি) মুহাম্মদ রেজাউল মাসুদ, অতিরিক্ত পুলিশ সুপার (দক্ষিণ) এ কে এম এমরান ভূঁইয়া উপস্থিত ছিলেন।

এ বিভাগের আরও খবর

Comments are closed.