ফিলিস্তিনে পানির সরবরাহ বন্ধ করে দিল ইসরাইল

আন্তর্জাতিক : ফিলিস্তিনের পশ্চিম তীরে প্রচণ্ড দাবদাহ ও পবিত্র রমজান মাসের মধ্যেই পানির সরবরাহ বন্ধ করে দিয়েছে ইহুদিবাদী ইসরাইল। ইসরাইলের পানি সরবরাহ কর্তৃপক্ষ ‘মেকোরোত’ পশ্চিম তীরের দুটি গুরুত্বপূর্ণ এলাকায় পানির লাইন কেটে দিয়েছে যার কারণে হাজার হাজার ফিলিস্তিনি পানি সংকটে পড়েছেন। যেসব এলাকায় পানি সরবরাহ বন্ধ করা হয়েছে সেগুলো হচ্ছে- জেনিন পৌর এলাকা, নাবলুসের কয়েকটি গ্রাম এবং সালফিত শহরের আশাপাশের কয়েকটি এলাকা।

ফিলিস্তিনি হাইড্রোলজি গ্রুপের নির্বাহী পরিচালক আয়মান রাবি জানিয়েছেন, কোনো কোনো এলাকায় লোকজন ৪০ দিন ধরে পানি পাচ্ছেন না। তিনি জানান, লোকজন পানি সরবরাহকারী ট্রাক অথবা ঝরনা কিংবা অন্য কোনো বিকল্প উৎস থেকে পানির চাহিদা মেটানোর চেষ্টা করছেন। পরিবার প্রতি গড়ে পানি পাচ্ছে দুই, তিন কিংবা দশ লিটার। জাতিসংঘের হিসাব অনুযায়ী, প্রতিদিন একজন মানুষের জন্য অন্তত সাড়ে সাত লিটার খাবার পানির দরকার।

এ বিভাগের আরও খবর

Comments are closed.