অবকাশে চেম্বার বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী

ঢাকা : সুপ্রিম কোর্টের আপিল বিভাগের চেম্বার আদালতে অবকাশকালীন বিচারাধীন মামলা পরিচালনা করার জন্য মনোনীত হয়েছেন বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী। সোমবার (২০ জুন) প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহা তাকে এ পদে মনোনীত করেন। আইন মন্ত্রণালয় থেকে এ তথ্য জানানো হয়েছে।

সে হিসেবে বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী আপিল বিভাগের চেম্বার জজ কোর্টে ২১ ও ২৮ জুন এবং ১০ জুলাই সকাল ১০টা থেকে জরুরি মামলা সংক্রান্ত বিষয়াদির শুনানি গ্রহণ করবেন। রোববার (১৯ জুন) থেকে সুপ্রিম কোর্টের অবকাশ শুরু হয়েছে। সাপ্তাহিক ছুটি, সরকার ঘোষিত ছুটি, ঈদুল ফিতর উপলক্ষে দেশের সর্বোচ্চ আদালতে এই অবকাশ চলছে। এ ছুটি চলবে ১১ জুলাই পর্যন্ত।

এ কারণে সর্বোচ্চ আদালত সুপ্রিম কোর্টের আপিল বিভাগে নিয়মিত বিচারিক কার্যক্রম চালু রাখার জন্য বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকীকে এ মনোনয়ন দেওয়া হয়েছে। ১২ জুলাই থেকে সুপ্রিম কোর্ট যথারীতি চলবে।

এ বিভাগের আরও খবর

Comments are closed.