সিটি মেয়র এর সাথে পাওয়ার চায়না প্রতিনিধির বৈঠক অনুষ্ঠিত

চট্টগ্রাম :    চট্টগ্রাম নগরীর জলাবদ্ধতা স্থায়ীভাবে নিরসন এবং বন্যা নিয়ন্ত্রনে উদ্যোগ গ্রহণ করতে যাচ্ছে চট্টগ্রাম সিটি কর্পোরেশন। নগরীর খালের বাস্তবচিত্র ও জলাবদ্ধতার কারণ নিরপন ও বাস্তবমুখি কর্মপরিকল্পনা বাস্তবায়নের লক্ষে পাওয়ার চায়নাকে দায়িত্ব দেয়া হচ্ছে। তারা ২২ জুন ২০১৬ খ্রি. বুধবার, দুপুরে নগর ভবনের সম্মেলন কক্ষে সিটি মেয়র আলহাজ্ব আ জ ম নাছির উদ্দীন এর নিকট পাওয়ার পয়েন্টের মাধ্যমে চট্টগ্রাম নগরীর খালের বাস্তবচিত্র তুলে ধরেন। তারা প্রধান প্রধান খালগুলো’র শাসন এবং আধুনিক প্রযুক্তিতে উন্নয়ন করে খালের দুই পাড়ে মনোরম দৃষ্টিনন্দন পরিবেশ উন্নয়নের বিষয়ে জরিপ পরিচালনা করে একটি রিপোর্ট পেশ করবে।

আগামী ৩০ মার্চ ২০১৭ খ্রি. থেকে ৩০ এপ্রিল ২০১৭ খ্রি. পর্যন্ত ১ মাস সময়ের মধ্যে তারা জরিপ কাজ সমাপ্ত করে খসরা রিপোর্ট পেশ করবে। বৈঠকে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র আলহাজ্ব আ জ ম নাছির উদ্দীন, প্রধান নির্বাহী কর্মকর্তা কাজী মোহাম্মদ শফিউল আলম, সচিব মো. আবুল হোসেন, প্রধান প্রকৌশলী লে. কর্ণেল মহিউদ্দিন আহমেদ, স্থপতি এ কে এম রেজাউল করিম, নির্বাহী প্রকৌশলী মনিরুল হুদা, আবু ছালেহ, কামরুল ইসলাম, পাওয়ার চায়না প্রতিনিধি দলের বিডি ম্যানেজার Mr. Fian kun এমডি রানা খান, পরিচালক তারিক আহমেদ, ইঞ্জিনিয়ার Mr. Wangyuan, Business Manager Mr. Bai Zhong Shang, Geological Engineer Mr. Zhang Xue cheng, Survey Engineer Mr. Yu Xuaning, Mr. Liu Lan wen ।

এ বিভাগের আরও খবর

Comments are closed.