মুক্তিযোদ্ধাদের উৎসব ভাতা ৪০০ কোটি টাকা বরাদ্দের দাবি সংসদে

সিটিনিউজবিডি :   মুক্তিযোদ্ধাদের জন্য উৎসব ভাতা অর্থাৎ ঈদ, পহেলা বৈশাখ, ২৬ মার্চ ও ১৬ ডিসেম্বর বোনাস প্রদানের জন্য ৪০০ কোটি টাকা বরাদ্দের দাবি জানিয়েছেন মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক।

রোববার জাতীয় সংসদে ২০১৬-১৭ বাজেটের উপর সাধারণ আলোচনায় অংশ নিয়ে তিনি অর্থমন্ত্রীর কাছে এ দাবি জানান।

আ ক ম মোজাম্মেল হক বলেন, সকলে ঈদ বোনাস পাবে, কিন্তু মুক্তিযোদ্ধারা পাবে না। ঈদ বোনাস তাদের ন্যায্য দাবি। আর ২৬ মার্চ ও ১৬ ডিসেম্বর মুক্তিযোদ্ধাদের দিন। এই দুই দিনেও বিশেষ ভাতা প্রাপ্য তাদের। বোনাস হিসেবে দুই ঈদে ৪ হাজার করে দিলে ৮ হাজার, বৈশাখীতে ২ হাজার, ২৬ মার্চ ৫ হাজার ও ১৬ ডিসেম্বর ৫ হাজার টাকা দিলে এক বছরে একজন মুক্তিযোদ্ধাকে মাত্র ২০ হাজার টাকা দিতে হবে। আর এ জন্য মোট খরচ হয় ৪০০ কোটি টাকা। মুক্তিযোদ্ধাদের জন্য তিনি এই টাকা বরাদ্দের দাবি জানান।

এ বিভাগের আরও খবর

Comments are closed.