গুপ্তহত্যা-জঙ্গিবাদ ও সন্ত্রাস দমনে কঠোর হওয়ার আহ্বান

 চট্টগ্রাম :  পেশাজীবী সমন্বয় পরিষদের মানববন্ধন ও সমাবেশ থেকে বক্তারা গুপ্ত হত্যা, জঙ্গিবাদ ও সন্ত্রাস দমনে সর্বোচ্চ কঠোর ভূমিকা রাখার জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি আহ্বান জানিয়েছেন। গুপ্তঘাতকদের চিহ্নিত করতে সরকারি সব সংস্থার দায়িত্বের কথা উল্লেখ করে তারা চট্টগ্রামে মিতু হত্যাকাণ্ডসহ দেশজুড়ে ধর্মীয় উপাসনালয়, বিশ্ববিদ্যালয়সহ বিভিন্ন স্থানে সংঘটিত গুপ্ত হত্যার দৃষ্টান্তমূলক বিচার দাবি করেছেন।

জাতীয় কর্মসূচির আওতায় পেশাজীবী সমন্বয় পরিষদ, চট্টগ্রামের উদ্যোগে রোববার দুপুরে চট্টগ্রাম প্রেসক্লাবের সামনে এ মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে মুঠোফোনে পেশাজীবী নাগরিক সমাজের দাবির সাথে একাত্মতা জানান মেয়র আ জ ম নাছির উদ্দীন।

পেশাজীবী সমন্বয় পরিষদ চট্টগ্রামের সাধারণ সম্পাদক ও চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়নের (সিইউজে) সভাপতি রিয়াজ হায়দার চৌধুরীর সভাপতিত্বে বক্তব্য দেন জন্মাষ্টমী উদযাপন পরিষদের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক অ্যাডভোকেট তপন কান্তি দাশ, বাংলাদেশ কলেজ শিক্ষক সমিতি (বাকশিস) জেলা শাখার সাধারণ সম্পাদক আবু তাহের চৌধুরী, পরিবেশবিদ ও মুক্তিযোদ্ধা প্রফেসর মুহাম্মদ ইদ্রিস আলী, পেশাজীবী সমন্বয় পরিষদ চট্টগ্রামের যুগ্ম সম্পাদক রাশেদ হাসান, পেশাজীবী নেতা প্রফেসর কানাই দাশ, সিইউজের যুগ্ম সম্পাদক স্বরূপ ভট্টাচার্য, চট্টগ্রাম কলেজ প্রাক্তন ছাত্রলীগ পরিষদের সাধারণ সম্পাদক আবদুল লতিফ টিপু, পেশাজীবী নেত্রী অ্যাডভোকেট সোহানা চৌধুরী, বাংলাদেশ গ্রুপ থিয়েটার ফোরামের বিভাগীয় সাংগঠনিক সম্পাদক সাইফুল আলম বাবু, সাংস্কৃতিক সংগঠক দেওয়ান মাকসুদ আহমদ, মহানগর পূজা উদযাপন পরিষদের সাবেক সাধারণ সম্পাদক সুমন দেবনাথ, সম্মিলিত আবৃত্তি জোটের সহ-সভাপতি মিলি চৌধুরী ও সাধারণ সম্পাদক ফারুক তাহের, গণজাগরণ মঞ্চের সংগঠক শরীফ চৌহান ও সুনীল ধর, যুব নেতা হেলাল উদ্দিন, জন্মাষ্টমী উদযাপন পরিষদের যুগ্ম সাধারণ সম্পাদক প্রকৌশলী আশুতোষ দাশ, সাংবাদিক ছড়াকার চৌধুরী আহসান খুররম, যুব সংগঠক হাবিবুর রহমান তারেক, যুবনেত্রী জুলেখা বেগম, চট্টগ্রাম সাহিত্য পাঠচক্রের সাধারণ সম্পাদক আসিফ ইকবাল, চট্টগ্রাম সিটি করপোরেশন উচ্চ বিদ্যালয়ের শিক্ষকদের পক্ষে সুমন দত্ত, উচ্চারক আবৃত্তিকুঞ্জের সহ-সভাপতি শিল্পী সাজ্জাদ তপু ও অর্থ সম্পাদক শামীমা ইয়াসমিন, ছাত্রনেতা ইয়াছির আরাফাত, আবদুল্লাহ আল মামুন, সজীব রিদওয়ানুল কবির, যুবনেতা জয় ম্যাক্স প্রমুখ।

এ বিভাগের আরও খবর

Comments are closed.