চসিক ব্যবস্থাপনায় ৪১ টি ওয়ার্ডে ১৫৭ স্থানে ঈদ জামাত অনুষ্ঠিত হবে

চট্টগ্রাম :    চট্টগ্রাম সিটি কর্পোরেশনের ব্যবস্থাপনায় নগরীতে প্রথম ও প্রধান ঈদ জামাত জাতীয় মসজিদ জমিয়তুল ফালাহ্’র ময়দানে সকাল ৮.৩০ টায় অনুষ্ঠিত হবে। এতে ইমামতি করবেন জমিয়তুল ফালাহ্ জাতীয় মসজিদের খতিব, ইসলামিক ফাউন্ডেশন বাংলাদেশের গভর্নর ও বাংলাদেশ জাতীয় খতিব কাউন্সিলের প্রেসিডেন্ট অধ্যক্ষ আল্লামা মুহাম্মদ জালাল উদ্দিন আল কাদেরী। একই স্থানে দ্বিতীয় জামাত অনুষ্ঠিত হবে সকাল ৯.৩০ টায়। দ্বিতীয় ঈদ জামাতে ইমামতি করবেন জাতীয় মসজিদ জমিয়তুল ফালাহ’র সিনিয়র ইমাম হযরত মাওলানা নুর মোহাম্মদ সিদ্দিকী। বাকলিয়া চট্টগ্রাম সিটি কর্পোরেশন স্টেডিয়ামে প্রথম ঈদ জামাত অনুষ্ঠিত হবে সকাল ৮.০০ টায়, লালদীঘি শাহী জামে মসজিদে ঈদ জামাত অনুষ্ঠিত হবে সকাল ৮.৩০ টায়। জালালাবাদ আরেফিন নগর সিটি কর্পোরেশন কেন্দ্রীয় কবরস্থান জামে মসজিদের ঈদ জামাত অনুষ্ঠিত হবে সকাল ৮.১৫ টায়।

এছাড়াও নগরীতে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের তত্বাবধানে হযরত শেখ ফরিদ (র.) চশমা ঈদগা ময়দান, হযরত খাজা মুফতি গরীবুল্লাহ শাহ্ (র.) মাজার সংলগ্ন ঈদগা, চকবাজার সিটি কর্পোরেশন জামে মসজিদে, মা আয়েশা সিদ্দিকী চসিক জামে মসজিদ (সাগরিকা জহুর আহমদ ষ্টেডিয়াম সংলগ্ন) ঈদ জামাত অনুষ্ঠিত হবে এবং নগরীর ৪১টি ওয়ার্ডে সম্মানিত কাউন্সিলরগণের তত্ত্বাবধানে ১৫৭টি স্থানে ঈদ জামাত অনুষ্ঠিত হবে।

চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র আলহাজ্ব আ জ ম নাছির উদ্দীন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের ব্যবস্থাপনায় এবং কাউন্সিলরদের তত্বাবধানে আয়োজিত ঈদ জামাত সমূহে মুসল্লিদের সুবিধামত ঈদের নামাজ আদায় করার জন্য অনুরোধ জানিয়েছেন।

এ বিভাগের আরও খবর

Comments are closed.