মহিষের মাংসকে গরুর মাংস বিক্রীর দায়ে চসিেকর জরিমানা

সিটিনিউজবিডি :   চট্টগ্রামের চাঁন্দগাও কাজী হাটে মাংসের দোকানে ওজনে কম দেয়া রং লাগিয়ে মহিষের মাংসকে গরুর মাংস বলে বিক্রী এবং কসাইখানার রশিদ দেখাতে ব্যর্থ হওয়ায় ভোক্তা অধিকার আইনে মো. রমজান আলীকে ২০ হাজার টাকা ।

চট্টগ্রাম সিটি কর্পোরেশনের উদ্যোগে ২৮ জুন ২০১৬ খ্রি. মঙ্গলবার, নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. ফোরকান এলাহি অনুপম এর নেতৃত্বে চট্টগ্রাম মহানগর এলাকায় বাজার মনিটরিং ও ভ্রাম্যমান আদালত পরিচালিত হয়। অভিযানকালে চাঁন্দগাও থানাধীন কাজীর হাট ও কামাল বাজারে বিভিন্ন দোকানের পন্য সামগ্রী মূল্য তালিকা পর্যবেক্ষণ, পণ্যের মান ও দাম যাচাই বাছাই করা হয়।

চসিক আইনে মো. ইসমাইলকে ৫ হাজার টাকা, মো. এনামকে ৫ হাজার টাকা একই অভিযানে জুবিলী রোডস্থ তাইওয়া চাইনিজ রেষ্ট্ররেন্টকে পঁচা বাসি খাবার সংরক্ষণ পোড়া তেলের ব্যবহার এবং অস্বাস্থকর ও নোংরা পরিবেশে নুডুস তৈরী করা ও চসিক স্বাস্থ্য বিভাগের ডি ফরম হালনাগাদ না করার অপরাধে ভোক্তা অধিকার আইনে ৫০ হাজার টাকা, চসিক আইনে ৫ হাজার টাকা সহ সর্বমোট ৮৫ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।

অভিযানকালে সিটি কর্পোরেশনের সংশ্লিষ্ট বিভাগ সমূহের কর্মকর্তা, কর্মচারীগণ, বন্দর থানা, মহানগর পুলিশ ম্যাজিস্ট্রেটকে সহায়তা করেন।

এ বিভাগের আরও খবর

Comments are closed.