দুই মামলায় আসলামকে আরো রিমান্ডে চায় পুলিশ

নিজস্ব প্রতিবেদক : কারাগারে আটক বিএনপির যুগ্ম মহাসচিব আসলাম চৌধুরীকে চট্টগ্রামের চকবাজার ও কোতয়ালী থানার দুটি মামলায় গ্রেফতার দেখানো হয়েছে। এরমধ্যে কোতয়ালী থানার একটি মামলায় তাকে দশদিনের রিমান্ড চাওয়া হয়েছে। বুধবার আসলাম চৌধুরীকে আদালতে উপস্থাপন করে দুই মামলায় গ্রেফতার দেখানোর আবেদন করলে বিচারক তা মঞ্জুর করেন।

চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের উপ-কমিশনার প্রসিকিউশন নির্মলেন্দু বিকাশ চক্রবর্তী জানিয়েছেন, আসলাম চৌধুরীকে চকবাজার থানার একটি মামলায় আদালতে উপস্থিত করে পুলিশ গ্রেফতার দেখানোর আবেদন করলে মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট হারুন অর রশিদ তা মঞ্জুর করেন। একই মামলায় তাকে দশ দিনের রিমান্ডে আবেদন করা হয়েছে।

তিনি আরো জানান,, মামলাটি দুটি ভাংচূর ও নাশকতার অবিযোগে দায়ের করা হয়েছিলো। ইসরাইলের এমপি মেন্দি সাফেদীর সাথে বৈঠকের কারণে রাস্ট্রদ্রোহ মামলায় চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির সভাপতি ও কেন্দ্রিয় যুগ্ম মহাসচিব আসলাম চৌধুরীকে গতমাসে রাজধানীতে আটক করে গোয়েন্দা পুলিশ। সর্বশেষ নাশকতার অভিযোগে দায়ের হওয়া দুটি মামলায় তাকে গ্রেফতার দেখানো হলো।

আসলাম চৌধুরীকে আদালতে আনা উপলক্ষ্যে দলীয় নেতা- কর্মীরা আদলত অঙ্গনে ভিড় করে।

এ বিভাগের আরও খবর

Comments are closed.