মাঠের বাইরে পাঁচ মাস রোনালদো

খেলাধুলা : ক্রিস্টিয়ানো রোনালদোর মা তো ফরাসি এই মিডফিল্ডারের উপর প্রচণ্ড চটেছেন। এবার বোধহয় রোনালদো ভক্তদের রোষানলে পড়তে যাচ্ছেন পায়েট। কারণ শোনা যাচ্ছে ইউরোর ফাইনালে আঘাতপ্রাপ্ত হবার পর পাঁচ মাস মাঠের বাইরে থাকতে হতে পারে রোনালদোকে।

ইউরোর ফাইনালের ২৪তম মিনিটে রোনালদোকে বাজেভাবে ট্যাকল করেন পায়েট। এর ফলে অশ্রুসজল চোখে মাঠ ছাড়েন রোনালদো। ম্যাচে শেষে প্রাথমিক রিপোর্টে দেখা গিয়েছে হাঁটুতে বেশ ভালোভাবেই চোট পেয়েছেন এই পর্তুগীজ তারকা। স্প্যানিশ একটি পত্রিকা জানিয়েছে অ্যান্টেরিয়র ক্রুসিয়েট লিগামেন্টে (এসিএল) গুরুতর আঘাতপ্রাপ্ত হয়েছেন সিআরসেভেন। সুস্থ হতে হলে অস্ত্রোপচার করতে হবে রিয়াল তারকার।
প্রায় পাঁচ মাস মাঠের বাইরে থাকলে রিয়ালের হয়ে বেশ কিছু গুরুত্বপূর্ণ ম্যাচ মিস করবেন রোনালদো। আগামী মাসে উয়েফা সুপার কাপে সেভিলার বিপক্ষেও থাকার সম্ভাবনা খুব ক্ষীণ।

এমনকি চ্যাম্পিয়ন লিগের গ্রুপ পর্বের ম্যাচও খেলতে পারবেন না রোনালদো। তবে রিয়াল মাদ্রিদ থেকে এখনো আনুষ্ঠানিকভাবে কিছুই জানানো হয়নি।

এ বিভাগের আরও খবর

Comments are closed.