বিমানবন্দরে নিরাপত্তা জোরদার করা হয়েছে

ঢাকা : দেশের সব বিমানবন্দরে নিরাপত্তা জোরদার করা হয়েছে বলে জানিয়েছেন বেসামরিক বিমান, পরিবহণ ও পর্যটনমন্ত্রী রাশেদ খান মেনন। আজ (১২জুলাই) মঙ্গলবার সকালে সিভিল এভিয়েশন কর্মকর্তা-কর্মচারিদের সাথে জরুরি বৈঠক শেষে তিনি এ কথা জানান। সাম্প্রতিক পরিস্থিতি বিবেচনায় কথা জানিয়ে মেনন বলেন, বাংলাদেশকে জঙ্গি রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠিত করতে আন্তর্জাতিক ষড়যন্ত্র অব্যাহত রয়েছে।

সন্ত্রাসবাদ মোকাবিলায় সরকারের জিরো টলারেন্স নীতি অব্যাহত থাকবে বলেও জানান তিনি। তিনি বলেন, দেশের সাম্প্রতিক পরিস্থিতি বিবেচনায় সব বিমান বন্দরের নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। পাশাপাশি কার্গো চলাচলে বাংলাদেশে আরোপিত নিষেধাজ্ঞার বিষয়ে বিভিন্ন দেশের রাষ্ট্রদূতদের সঙ্গে আলোচনার সিদ্ধান্ত নেয়া হয়েছে। এরইমধ্যে বিমানবন্দরগুলোর নিরাপত্তা নিশ্চিতে সিভিল এভিয়েশন কর্মকর্তা-কর্মচারীদের প্রশিক্ষণ দেয়া হচ্ছে বলেও জানান তিনি।

এ বিভাগের আরও খবর

Comments are closed.