ফটিকছড়িতে হুন্ডি ব্যবসা জমজমাট

নবী চৌধুরী  : ফটিকছড়িতে হুন্ডি ব্যবসা এখন জমজমাট হয়ে উঠেছে। সদর এলাকায় প্রতিদিন কোটি কোটি টাকার লেনদেন হচ্ছে বিনা বাধায়। সরকারের কঠোর নির্দেশ উপেক্ষা করে পুরো উপজেলার শতাধিক হুন্ডি ব্যবসায়ী এলাকাকে হুন্ডির স্বর্গরাজ্য পরিনত করেছে।বিদেশে কর্মরত প্রবাসীরা ব্যাংকের মাধ্যমে টাকা পাঠানোকে ঝামেলা মনে করে হুন্ডির মাধ্যমে টাকা পাঠানোর কারনে সরকার হারাচ্ছে প্রচুর পরিমান রাজস্ব।

ফটিকছড়ি উপজেলার ১৬টি ইউনিয়ন ও ২টি পৌরসভার প্রায় দুই লক্ষাধিক মানুষ সৌদি আরব, দুবাই, ওমান, কাতার, কুয়েত, মালয়েশিয়া, সিঙ্গাপুর ও থাইল্যান্ডে চাকরী ব্যবসা সহ বিভিন্ন পেশায় নিয়োজিত। ঈদকে সামনে রেখে প্রবাসীরা হুন্ডির মাধ্যমে কোটি কোটি টাকা লেনদেন করেছে।

খোঁজ নিয়ে জানা গেছে, পৌরসভা সদরের কিছু অসাধু ব্যবসায়ী, বিপনী বিতানগুলোতে থাকা বিভিন্ন কাপড়ের দোকান, মুদির দোকান, কসমেটিকস এর দোকান এমনকি পানের দোকানের আঁড়ালে চলছে কোটি কোটি টাকার হুন্ডি ব্যবসা। দীর্ঘদিন ধরে অবৈধ হুন্ডি ব্যবসা চালালেও নেপথ্যে নায়করা রয়েছে ধরাছোঁয়ার বাইরে। জানা গেছে, স্থানীয় প্রশাসনকে ম্যানেজ করে চলছে এ অবৈধ হুন্ডি বানিজ্য।

এ বিভাগের আরও খবর

Comments are closed.