ইতালিতে দুই ট্রেনের মুখোমুখি সংঘর্ষ, নিহতের সংখ্যা ২৫

আন্তর্জাতিক : ইতালির দক্ষিণাঞ্চলে দুটি যাত্রীবাহী ট্রেনের মুখোমুখি সংঘর্ষে নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২৫ জন। এতে আহত হয়েছে ৫০ জন যাত্রী। গত মঙ্গলবার (১২ জুলাই) ইতালির অ্যান্ডরিয়া ও কোরাটা শহরের মাঝামাঝি এক জায়গায় দুর্ঘটনাটি ঘটেছে বলে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।

উদ্ধারকর্মীরা মঙ্গলবার সন্ধ্যায় ২৫ জনের মৃতদেহ উদ্ধার করেছে। এছাড়া আহত ৫০ জনের অবস্থা আশঙ্কাজনক বলে জানানো হয়েছে। কর্তৃপক্ষ স্থানীয় হাসপাতালে রক্ত দেয়ার জন্য সবার প্রতি আহবান জানিয়েছে।

তবে কি কারনে এই দূর্ঘটনাটি ঘটেছে তা এখনও নিশ্চিত করে কিছুই বলতে পারছেনা কর্তৃপক্ষ। সরকার খুব দ্রুত এর পূর্ণ তদন্ত শুরু করবে বলে প্রতিশ্রুতি দিয়েছেন। ইতালির মেয়র কোরাটো মাসিমো বলেছেন, দূর্ঘটনাটি দেখে মনে হচ্ছে এখানে একটি বিমান বিধ্বস্ত হয়েছে।

এ বিভাগের আরও খবর

Comments are closed.