হুমায়ূন আহমেদের কবরে ফুল দিয়ে শ্রদ্ধা

ঢাকা : নন্দিত কথাসাহিত্যিক, চলচ্চিত্রকার ও নাট্যকার হুমায়ূন আহমেদের চতুর্থ মৃত্যুবার্ষিকী আজ। গাজীপুরের নুহাশপল্লীতে চিরনিদ্রায় শায়িত এই লেখকের কবরে ফুল দিয়ে মঙ্গলবার শ্রদ্ধা জানাবেন তার অনুরাগী ও পরিবারের সদস্যরা।

২০১২ সালের ১৯ জুলাই ক্যান্সারে আক্রান্ত হয়ে নিউইয়র্কের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
সত্তর দশকের শেষভাগে থেকে শুরু করে মৃত্যুর আগ পর্যন্ত তিনি ছিলেন বাংলা গল্প-উপন্যাসের অপ্রতিদ্বন্দ্বী কারিগর। বৈজ্ঞানিক কল্পকাহিনীও তার সৃষ্টিকর্মের অন্তর্গত।

এছাড়া তার নির্মিত চলচ্চিত্রগুলো পেয়েছে অসামান্য দর্শকপ্রিয়তা। তার টেলিভিশন নাটকগুলি ছিল সর্বাধিক জনপ্রিয়।

এ বিভাগের আরও খবর

Comments are closed.