প্রকৌশল বিভাগের সমন্বয় সভায় সিটি মেয়র

সিটিনিউজবিডি :  চট্টগ্রাম সিটি কর্পোরেশনের প্রকৌশল বিভাগের সমন্বয় সভায় সিটি মেয়র আলহাজ্ব আ জ ম নাছির উদ্দীন বলেছেন, অর্থ বছরের যাবতীয় উন্নয়ন কর্মকান্ডের ডি পি পি চলতি অর্থ বছরের মধ্যে পেশ করে অনুমোদনের উদ্যোগ নিতে হবে। মেয়র বলেন, নগরীর ৪১টি ওয়ার্ডে মাননীয় সাংসদদের পেশকৃত ৩৬৫ টি প্রকল্পের বিপরীতে প্রায় একশত কোটি টাকার উন্নয়ন কার্যক্রমও অন্তর্ভুক্ত থাকবে। তিনি নতুন খাল খনন প্রকল্প, পাহাড়ের ক্ষয়রোধ প্রকল্প, নগরীর সড়ক উন্নয়ন প্রকল্প, খাল খনন প্রকল্প সহ যাবতীয় উন্নয়ন ও অবকাঠামোগত প্রকল্পের প্রাক্কলন তৈরী করার নির্দেশনা দিয়ে বলেন, সকল প্রকল্প টেকসই হতে হবে। ২০ জুলাই ২০১৬ খ্রি. বুধবার, চসিক কে বি আবদুচ ছত্তার মিলনায়তনে তিনি এসব কথা বলেন।

সিটি মেয়র আ জ ম নাছির উদ্দীন আরো বলেন, প্রকৌশল বিভাগের উপর ৮০ ভাগ নাগরিক সেবা নির্ভর করে।নাগরিক স্বার্থে সকলকে দায়দায়িত্ব ও দায়বদ্ধতার সাথে স্ব স্ব কার্যক্রম সম্পাদন করতে হবে। মেয়র শেষবারের মত সতর্ক উচ্চারণ করে বলেন, দায়িত্ব পালন ক্ষেত্রে অনিয়ম ও দুর্নীতিকে পরিহার করতে হবে। দায়িত্ব পালনের ক্ষেত্রে অনিয়ম, দূর্নীতি ও গাফিলতি কোনটাই গ্রহণযোগ্য নয়। এ বিষয়গুলো প্রকৌশলীদের স্মরণ রেখেই যার যার কর্তব্য পালন করতে হবে। তিনি আশা করেন, নগরবাসীর প্রদেয় ট্যাক্সের টাকায় যাদের চাকুরী তারা কোন অজুহাতেই নাগরিক সেবার ক্ষেত্রে দায়িত্বে অবহেলা, দূর্ণীতি বা অনিয়মে জড়াতে পারেনা । যদি কেউ অনিয়ম ও দূর্নীতিতে জড়িয়ে পড়ে তাহলে সংশ্লিষ্টদের পরিনাম হবে ক্ষমার অযোগ্য অপরাধ। সমন্বয় সভায় সভাপতিত্ব করেন প্রধান প্রকৌশলী লে. কর্ণেল মহিউদ্দিন আহমদ। সমন্বয় সভায় কাউন্সিলর গোলাম মেহামাম্মদ জোবায়ের, তত্বাবধায়ক প্রকৌশলী মাহফুজুল হক, আনোয়ার হোছাইন, নির্বাহী প্রকৌশলী মনিরুল হুদা, আবু ছালেহ, কামরুল ইসলাম সহ সকল সহকারী প্রকৌশলী, উপ সহকারী প্রকৌশলীবৃন্দ উপস্থিত ছিলেন।

এ বিভাগের আরও খবর

Comments are closed.