চীনে বন্যায় ৮৭ জনের প্রাণহানি

আন্তর্জাতিক : চীনের উত্তর ও মধ্যাঞ্চলে ভারী বর্ষণ এবং বন্যায় কমপক্ষে ৮৭ জনের প্রাণহানি ঘটেছে। এছাড়া এই বন্যায় শতশত মানুষ নিখোঁজসহ হাজার হাজার মানুষ ঘর-বাড়ি ছাড়া হয়ে গেছে। আজ শনিবার দেশটির কর্মকর্তাদের বরাত দিয়ে এই তথ্য জানিয়েছে বিবিসি।

খবরে বলা হয়, বন্যা সৃষ্ট জলোচ্ছ্বাস ও ভূমিধ্বসে দেশটির হেবেই ও হেনান প্রদেশ সবচেয়ে বেশি ক্ষতির সম্মুখীন হয়েছে। হেবেই প্রদেশে কমপক্ষে ৭২ জনের মৃত্যু হয়েছে এবং অন্তত ৫০ হাজার বাড়িঘর ধ্বসে পড়েছে। এছাড়া সেখানে প্রায় ১৮ হাজার বাড়িঘর ক্ষতিগ্রস্ত হয়েছে। এছাড়া হেনান প্রদেশে ১৫ জনেরও বেশি মানুষের মৃত্যু হয়েছে এবং প্রায় ৭২ হাজার মানুষকে সরিয়ে নেয়া হয়েছে।

চীনা কর্তৃপক্ষ জানিয়েছে, বন্যা কবলিত এলাকার জন্য, যেখানে লাখ লাখ মানুষ আক্রান্ত হয়েছে, তারা ফাণ্ড যোগাড় করবে এবং বন্যার্তদের সাহায্যের জন্য পর্যাপ্ত ত্রাণ সামগ্রীর ব্যবস্থা করবে।

এ বিভাগের আরও খবর

Comments are closed.