পায়ুপথে বাতাস দিয়ে শিশু হত্যা মামলা : গ্রেফতার ১

নারায়ণগঞ্জ প্রতিনিধি : নারায়ণগঞ্জের রূপগঞ্জে তুলা কারখানার শিশু শ্রমিককে মলদ্বার দিয়ে বাতাস ঢুকিয়ে হত্যার ঘটনায় মামলা করেছে তার পরিবার। এ ঘটনায় নাজমুল হুদা (২৮) নামে একজনকে গ্রেফতার করেছে পুলিশ। রোববার রাতে রূপগঞ্জ থানায় নিহত সাগরের বাবা মিল শ্রমিক রতন বর্মণ বাদী হয়ে চারজনকে আসামি করে এ মামলা করেন।

রূপগঞ্জ থানার ওসি ইসমাইল হোসেন জানান, মামলার এজাহারে চারজনের নাম উল্লেখ করে অজ্ঞাতপরিচয় আরও তিন-চারজনকে আসামি করা হয়েছে। আসামিদের মধ্যে জোবেদা টেক্সটাইল অ্যান্ড স্পিনিং ফ্যাক্টরি নামের ওই কারখানার সাত নম্বর সেকশনের প্রধান নাজমুল হাসানকে রাতেই আটক করা হয়েছে বলে পুলিশ সুপার জানিয়েছেন।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসক মো. ফিরোজ বলেন, শিশুটির পেট অস্বাভাবিক ফোলা ছিল। পায়ুপথে বাতাস ঢোকার কারণে মৃত্যু হয়ে থাকতে পারে। তবে ময়নাতদন্তের পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।

উল্লেখ্য, রোববার দুপুরে কারখানার অন্য শ্রমিকরা মিলের একটি পাম্প থেকে সাগরের মলদ্বার দিয়ে বাতাস দিলে সে অসুস্থ হয়ে পড়ে। গুরুতর অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হলে বিকাল ৪টার দিকে সেখানে তার মৃত্যু হয়।

এ বিভাগের আরও খবর

Comments are closed.