গুলশানের মতো নাশকতার পরিকল্পনা ছিল

ঢাকা : রাজধানীর কল্যাণপুরে জঙ্গিবিরোধী অভিযানে যে ৯ জঙ্গি নিহত হয়েছেন তাদের গুলশানের মতো বড় ধরনের কোনো ঘটনা ঘটানোর পরিকল্পনা ছিল বলে জানিয়েছেন আইজিপি এ কে এম শহীদুল হক। কল্যাণপুরে অভিযান শেষে ব্রিফিংয়ে এ কথা জানান আইজিপি। আজ (২৬ জুলাই) ভোর ৫টা ৫১ মিনিট থেকে ৬টা ৫১ মিনিট পর্যন্ত এক ঘণ্টার অভিযান চলে। অভিযানের নাম দেয়া হয়েছে অপারেশন স্টর্ম ২৬।

তিনি বলেন, আইএস বলা হলেও এরা কেউ আসলে আইএস নয়। সন্দেহ করা হচ্ছে এরা জেএমবি। গুলশানের মতো বড় কোনো ঘটনা ঘটানোর পরিকল্পনা ছিল এদের। এই জঙ্গি আস্তানায় গুলশানে নিহত জঙ্গিদের মতো কালো পোশাক ছিল বলেও জানান তিনি।

আইজিপি বলেন, সোমবার রাত ১১টায় স্থানীয়দের সহায়তায় সেখানে অভিযান চালাচ্ছিল পুলিশ। রাত ১১ টার দিকে ৫ নং বাসা থেকে গুলির আওয়াজ পাওয়া যায়। এরপর বাসাটি ঘিরে ফেলা হয়। রাতে অভিযান চালাতে নিষেধ করা হয়। ভোরে অভিযান শুরু হলে ৯ জঙ্গি নিহত হয়।

এ বিভাগের আরও খবর

Comments are closed.