আনোয়ারায় পাঠশালা বৃত্তিপরীক্ষা ২৩ ডিসেম্বর

আনোয়ারা প্রতিনিধি : মেধা বিকাশ কেন্দ্র “শিশুদের পাঠশালা” আনোয়ারা শাখার এক সভা ১৭ জুলাই রবিবার শিক্ষক মিন্টু দাশের সভাপতিত্বে ও পরীক্ষা নিয়ন্ত্রক মোঃ লোকমান হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠিত হয়।

প্রধান অতিথি ছিলেন পাঠশালার প্রতিষ্ঠাতা ও পরিচালক কবি-সাংবাদিক শুকলাল দাশ। বিশেষ অতিথি ছিলেন পুলিশ কর্মকর্তা সজল কান্তি দাশ। আলোচনায় অংশ নেন কেন্দ্র সচিব শিক্ষক মিন্টু সিকদার, শিক্ষা সচিব সৈয়দ শিবলী ছাদেক কফিল, সাংবাদিক গোলাম সরওয়ার, এ এইচ এম কাউছার, শিক্ষক হারাধন দাশ, শিক্ষক জিল্লুর রহমান মুরাদ, শিক্ষক অরুন দাশ গুপ্ত, শিক্ষিকা মেরী চৌধুরী, শিক্ষিকা মিতা দে, মোহাম্মদ মিয়া মেম্বার, তাপস চৌধুরী, শুভ্র দাশ, জান্নাতুল ফেরদৌস, রচিতা সিকদার,অহিদুল আলম, মেম্বার মুক্তা রাণী দাশ প্রমুখ।

সভায় সর্বসম্মতি ক্রমে আগামী ২৩ ডিসেম্বর শুক্রবার আনোয়ারা ও চন্দনাইশ অঞ্চলের পরীক্ষা আনোয়ারা আদর্শ উচ্চ বিদ্যালয়ে অনুষ্ঠিত হবে মর্মে সিদ্ধান্ত গৃহিত হয়। আগ্রহী পরীক্ষার্থীদের ফরম আনোয়ারা সদরস্থ বালিকা উচ্চ বিদ্যালয় সংলগ্ন “আনোয়ারা মেরন সান কিন্ডার গার্টেন”থেকে বিতরন করা হবে।

এ বিভাগের আরও খবর

Comments are closed.