মাঠে নামা হয়নি মুস্তাফিজের

খেলাধুলা : ইংলিশ কাউন্টি লিগ ন্যাটওয়েস্ট টি-টোয়েন্টি ব্লাস্টে সাসেক্সের হয়ে অভিষেকে চোখ ধাঁধানো পারফরমেন্স করে ম্যাচ সেরা হয়েছিলেন মুস্তাফিজুর রহমান। কিন্তু কাঁধের ইনজুরির কারণে শেষ পর্যন্ত মাঠে নামা হয়নি কাটার মাস্টারের।

এবার হ্যাম্পশায়ারের বিরুদ্ধেও ঝুঁকি নেয়নি সাসেক্স। দলটির বিরুদ্ধে ঘোষিত ১৩ জনের স্কোয়াডে নাম নেই মুস্তাফিজের নাম। তবে দলে একটি পরিবর্তন এনেছে সাসেক্স কর্তৃপক্ষ। ইংল্যান্ড লায়ন্সের হয়ে শ্রীলঙ্কা ‘এ’ দলের বিপক্ষে ৪৩ রানে ৪ উইকেট নেওয়া বাঁহাতি পেসার জর্জ জার্টন স্কোয়াডে ফিরেছেন।

আইপিএলের পর থেকেই বাম কাঁধের চোটে ভুগছেন মুস্তাফিজ। সর্বশেষ এমআরআই রিপোর্টে, মুস্তাফিজের কাঁধের স্ল্যাপেই সমস্যা ধরা পড়েছে। যদিও স্বল্প সময়ের জন্য ব্যাথানাশক ওষুধ দিয়ে হয়তো মুস্তাফিজকে পাওয়া যাবে। তবে দীর্ঘ সময়ের জন্য মুস্তাফিজের অস্ত্রোপচার বাধ্যতামূলক! এজন্য সাসেক্স কর্তৃপক্ষকে ওষুধ দিয়ে মুস্তাফিজকে না খেলানোর নির্দেশনা দিয়েছিল বিসিবি।

এ বিভাগের আরও খবর

Comments are closed.